কলকাতা, 31 মে :কলকাতা পৌরনিগমের সচিবের নাম ভুয়ো ই-মেল খুলে সেখান থেকে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ (allegation of fraud by using kolkata municipal officials name)৷ মঙ্গলবার বিষয়টি প্রকাশ্যে আসে অঞ্জন মণ্ডল নামে এক ব্যক্তির অভিযোগের ফলে । অভিযোগকারী উত্তর 24 পরগনার বাসিন্দা । পৌরসচিবের তরফে থানায় অভিযোগ দায়ের করা হবে বলেই জানা গিয়েছে ।
অঞ্জনবাবুর অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে তাঁর থেকে পাঁচ লক্ষ টাকা নেওয়া হয়েছে । অভিযুক্ত ব্যক্তি টাকা নিয়ে বেপাত্তা । কলকাতা পৌরনিগম সূত্রে খবর, মঙ্গলবার ওই অভিযোগকারী কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে এসে পৌরসচিবের সঙ্গে দেখা করে গোটা বিষয়টি জানান । এরপর পৌরনিগমের আউট পোস্টে থাকা ভারপ্রাপ্ত পুলিশ অধিকারক ডেকে অভিযোগ জানান পৌরসচিব হরিহরপ্রসাদ মণ্ডল ।