কলকাতা, 13 অক্টোবর: পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের ভোটেও উঠল কারচুপির অভিযোগ (Allegation of False Voting in Medical Council Election)। রাজ্যে মেডিক্যাল কাউন্সিলের ভোটেও এড়ানো গেল না উত্তেজনা । বুধবার বিকেলে 3 ব্যক্তি প্রায় কয়েকশো ব্যালট পেপার একসঙ্গে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের দফতরে ব্যালট ড্রপ বক্সে জমা করা শুরু করলে উত্তেজনার সৃষ্টি হয় । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর থানার বিশাল পুলিশবাহিনী । সেখান থেকেই ব্যালট জমা দিতে আসা দুই ব্যক্তিকে আটক করা হয় । পরে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানায় ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম । তার ভিত্তিতেই বৃহস্পতিবার পুলিশ মোতায়েন করা হয় ওই চত্বরে ।
রাজ্য মেডিক্যাল কাউন্সিল বোর্ড গঠনের শেষ নির্বাচন হয়েছিল 2018 সালে (WB Medical Council Election)। সেই সময়ও নির্বাচনে অশান্তি এবং কারচুপির অভিযোগের পর নির্বাচন স্থগিত করে দেওয়া হয় আদালতের তরফে । এরপর ফের আদালতের নির্দেশ মেনেই সেপ্টেম্বর মাসের 18 তারিখ থেকে শুরু হয়েছে নির্বাচনের প্রক্রিয়া । চলবে চলতি মাসের 18 তারিখ পর্যন্ত । এই ভোটকে ঘিরে একাধিক নির্দেশিকাও দেওয়া হয়েছে । প্রত্যেক চিকিৎসক ভোটদাতার বাড়িতে পোস্টের মাধ্যমে ব্যালট পেপার পৌঁছবে । আর তাতেই কারচুপির অভিযোগ । ভোট গ্রহণের সময় দেখা যায় বেশ কয়েকজন ব্যক্তি বান্ডিল বান্ডিল ব্যালট পেপার ব্যাগ থেকে বের করে ড্রপ বক্সে ফেলছেন ।
আরও পড়ুন :মেডিক্যাল কাউন্সিল নির্বাচন, প্রার্থী তালিকায় নেই নির্মল-শান্তনু