কলকাতা, 8 ফেব্রুয়ারি: কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশ অগ্রাহ্য করায় ক্ষুব্ধ হাইকোর্ট (Coal Smuggling Case Update)। আদালতের নির্দেশ অগ্রাহ্য করে কীভাবে আসানসোল জেল অভিযুক্তকে হাসপাতালে রাখল ? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের । সিবিআইকে নির্দেশ, 24 ঘণ্টার মধ্যে গোটা ঘটনাক্রমের দিন তারিখ ধরে একটি সূচি দিতে হবে আদালতকে । শুক্রবার ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত ।
আদালত অবমাননার মামলায় বুধবার প্রেসিডেন্সি জেল সুপার হাজির হন আদালতে । আদালতের বক্তব্য, যদি প্রথাগত চিকিৎসার দরকার না হয় তাহলে তাকে হাসপাতাল থেকে জেলে পাঠাতে হবে ৷ সেই নির্দেশই দিয়েছিল আদালত ৷ কিন্তু তা মানা হয়নি । এটা হাইকোর্টের নির্দেশ অমান্য করা । এটা কোনও নির্দেশ বুঝতে না পারার ঘটনা নয় । এটা ইচ্ছাকৃতভাবে কোর্টের নির্দেশ না মানা । তদন্ত বানচাল করার একটা অপচেষ্টা । এই ব্যাপারে জেল কর্তৃপক্ষের ভূমিকা যথেষ্ট খারাপ । তাকে জেরা করা হয়েছে ঠিকই । কিন্তু তাকে জেলে পাঠানোর কথা ছিল । অথচ তিনি কী করে হাসপাতালে থাকলেন ? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচির ।