পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Coal Smuggling Case: নির্দেশ অমান্য করে কেন বিকাশ মিশ্রকে হাসপাতালে রাখা হল ? আদালত অবমাননার অভিযোগ বিচারপতির - Bikash Mishra Case Update

আদালতের নির্দেশ অমান্য করে কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রকে (Bikash Mishra) হাসপাতালে রাখায় ক্ষুব্ধ বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ ৷

Etv Bharat
বিকাশ মিশ্র ও হাইকোর্ট

By

Published : Feb 8, 2023, 10:37 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি: কয়লা পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আদালতের নির্দেশ অগ্রাহ্য করায় ক্ষুব্ধ হাইকোর্ট (Coal Smuggling Case Update)। আদালতের নির্দেশ অগ্রাহ্য করে কীভাবে আসানসোল জেল অভিযুক্তকে হাসপাতালে রাখল ? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের । সিবিআইকে নির্দেশ, 24 ঘণ্টার মধ্যে গোটা ঘটনাক্রমের দিন তারিখ ধরে একটি সূচি দিতে হবে আদালতকে । শুক্রবার ফের এই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত ।

আদালত অবমাননার মামলায় বুধবার প্রেসিডেন্সি জেল সুপার হাজির হন আদালতে । আদালতের বক্তব্য, যদি প্রথাগত চিকিৎসার দরকার না হয় তাহলে তাকে হাসপাতাল থেকে জেলে পাঠাতে হবে ৷ সেই নির্দেশই দিয়েছিল আদালত ৷ কিন্তু তা মানা হয়নি । এটা হাইকোর্টের নির্দেশ অমান্য করা । এটা কোনও নির্দেশ বুঝতে না পারার ঘটনা নয় । এটা ইচ্ছাকৃতভাবে কোর্টের নির্দেশ না মানা । তদন্ত বানচাল করার একটা অপচেষ্টা । এই ব্যাপারে জেল কর্তৃপক্ষের ভূমিকা যথেষ্ট খারাপ । তাকে জেরা করা হয়েছে ঠিকই । কিন্তু তাকে জেলে পাঠানোর কথা ছিল । অথচ তিনি কী করে হাসপাতালে থাকলেন ? প্রশ্ন বিচারপতি জয়মাল্য বাগচির ।

এই বিষয়ে সিবিআইয়ের তরফে জানানো হয়, 31 অগস্ট এসএসকেএম, পরের দু'দিন কেন্দ্রীয় হাসপাতালের ডাক্তার জানায় তিনি সুস্থ আছেন । অথচ 2 সেপ্টেম্বর জেল কর্তৃপক্ষ মিথ্যে রিপোর্ট দেয় যে, তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আছেন । তাকে সেখান থেকে সরানো যাবে না ৷ এই বিষয়ে আদালত উল্লেখ করে, জেরার প্রয়োজনে আমরা সিবিআইকে জেলে গিয়ে জেরা করতে বলেছিলাম । কিন্তু এখানে তো অভিযুক্ত ধরেই নিয়েছে তিনি তার মত বিরাজ করবেন ।

উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বর মাসে কয়লাপাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট । কিন্তু জামিনের শর্ত হিসাবে তাকে পাসপোর্ট জমা রাখার পাশাপাশি তার চিকিৎসা সংক্রান্ত বিষয়েও হাইকোর্ট নির্দেশ দিয়েছিল । সেই নির্দেশ অমান্য করায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট ।

আরও পড়ুন :কয়লাপাচার কাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিকাশ মিশ্র

ABOUT THE AUTHOR

...view details