কলকাতা, 5 মার্চ : কলকাতা পৌরনিগমের 50 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমি দের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল। লাগানো হল একাধিক পোস্টার ।
"সৌজন্যে কাটমানি, কলকাতা টু মন্দারমণি", তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার কলকাতায় - কাটমানি
খাবারের দোকান থেকে শুরু করে থ্রি স্টার হোটেল সহ রিসর্ট, সবই রয়েছে তাঁর নামে । আর এই সবকিছুই করেছেন কাটমানির টাকায় । এই অভিযোগ তুলে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে পোস্টার পড়ল কলকাতায় ।
আজ সকাল থেকেই মধ্য কলকাতার একাধিক জায়গায় কয়েকটি পোস্টার নজরে আসে । সেই পোস্টারে থ্রি স্টার হোটেল, মন্দারমণির কিছু রিসর্টের ছবি লাগানো । আর সেখানে লেখা, "কলকাতা টু মন্দারমণি, সৌজন্যে কাটমানি ।" আর তার নিচে লেখা, নাগরিকবৃন্দ । অভিযোগ, পোস্টারে যেসব দোকান, হোটেল ও রিসর্টের ছবি রয়েছে সেগুলি মৌসুমির নামে কেনা । শুধু তাই নয়, লেবুতলা বাজার থেকে টাকা তোলারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ।
এই বিষয়ে মৌসুমি দে বলেন, "গত 10 বছরে এলাকার উন্নয়ন হয়েছে । দিদি যে প্রকল্পগুলি করেছে সেগুলি আমরা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি । আর এগুলোই অনেকে সহ্য করতে পারছে না ।" এটা কি বিরোধীদের কাজ ? তিনি বলেন, "পোস্টারগুলি রাতে লাগানো হয়েছে । তাই যারা লাগিয়েছে তারা দুষ্কৃতীই হবে। "