কলকাতা, 31 মার্চ : দিল্লির নিজ়ামুদ্দিন দরগায় ধর্মীয় সম্মেলনে রাজ্যের কতজন মানুষ যোগ দিয়েছিল তা নিয়ে চরম উদ্বিগ্ন প্রশাসন । রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেন ৷ টুইটে তিনি লেখেন, "সম্মেলনে যোগ দেওয়া রাজ্যের বাসিন্দাদের চিহ্নিত করা হচ্ছে । তাঁদের অবিলম্বে COVID 19 পরীক্ষা করা হবে । 14 দিনের জন্য বাধ্যতামূলক কোয়ারান্টাইনে পাঠানো হবে ।"
নিজ়ামুদ্দিনে রাজ্যের কতজন ? নতুন চ্যালেঞ্জের সামনে প্রশাসন
ধর্মীয় সম্মেলনে রাজ্যের কতজন মানুষ যোগ দিয়েছিল তা শনাক্ত করাটাই এখন নতুন চ্যালেঞ্জ রাজ্য প্রশাসনের ৷
রাজধানীর নিজ়ামুদ্দিন দরগায় যে ধর্মীয় জমায়েত হয়েছিল, তা থেকে সংক্রমণ পরিস্থিতি আরও জটিল হতে শুরু করেছে ৷ জমায়েতে অংশগ্রহণ করেছিল এমন 10 জন মানুষ ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে ৷ শুধুমাত্র হায়দরাবাদ থেকে 6 জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে ৷ হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রয়েছে আরও কমপক্ষে 300 মানুষ ৷
রাজ্যে কোরোনা পরিস্থিতি প্রতিদিন রূপ বদলাতে শুরু করেছে ৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত 27 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷ পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সে কারণে প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা নিতে শুরু করেছে রাজ্য প্রশাসন ৷ তৈরি হচ্ছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড ৷ এর মধ্যে নিজ়ামুদ্দিন দরগার ধর্মীয় সম্মেলন থেকে ভাইরাস সংক্রমণের খবর প্রকাশ্যে আসতে নতুন করে দানা বাঁধতে শুরু করেছে আতঙ্ক ৷