কলকাতা, 11 জুলাই:এবার থানার বাইরে ও আশপাশের এলাকায় পড়ে থাকা গাড়ি সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ লালবাজারের ৷ একসপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ট্রাফিক গার্ডের ওসিদের এই তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ উত্তর খথেকে শুরু করে মধ্য কলকাতার বিভিন্ন এলাকা এবং দক্ষিণ কলকাতার কসবা, বালিগঞ্জ, বালিগঞ্জ ফাঁড়ি, টালিগঞ্জ-সহ অভিজাত এলাকার একাধিক জায়গায় রাস্তায় পড়ে থাকা পরিত্যক্ত গাড়ির সম্পর্কিত সমস্ত তথ্য জমা দিতে হবে ওসিদের ৷
লালবাজার সূত্রের খবর, সমস্ত বিষয়টি ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে । কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা এবং মধ্য কলকাতার একাধিক জায়গা, অলিতে গলিতে শাড়ি বদ্ধ ভাবে দাঁড় করিয়ে রাখা হয় গাড়ি ও বাইক। সেগুলি দীর্ঘদিন ধরে ওই অবস্থায় পড়ে থাকার ফলে কার্যত পরিত্যক্ত হয়ে জঞ্জালে পরিণত হয়েছে । বিভিন্ন রাস্তায় দীর্ঘদিন ধরে গাড়ি পড়ে থাকার ফলে বেআইনি গাড়ি পার্কিংয়ের ব্যবসাও চলছে ।
এই সমস্ত ব্যবসা বন্ধ করতেই শহরের 25টি ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ এবং অতিরিক্ত অফিসার ইনচার্জদের এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে । এই সম্পর্তিক তথ্য অফিসার ইনচার্জরা পাঠাবেন সংশ্লিষ্ট অ্যাসিস্ট্যান্ট কমিশনারদের । অ্যাসিস্ট্যান্ট কমিশনাররা এই রিপোর্ট ভালোভাবে খতিয়ে দেখে তা পাঠাবেন নিজস্ব ডিসি ট্রাফিক এবং জয়েন্ট সিপি ট্রাফিককে । জয়েন্ট সিপি ট্রাফিকের তরফ থেকে সেই রিপোর্ট জমা পড়বে কলকাতা পুলিশের নগরপালের কাছে ।