কলকাতা, 3 জুলাই:সকালে এক, আর বেলা গড়াতেই তা আমুল বদলে গেল ৷ এ যেন সুকুমার রায়ের 'ছিল রুমাল, হয়ে গেল বেড়াল'-এর থেকে কিছু কম নয় ৷ রাজ্য়ে পঞ্চায়েত ভোটের স্পর্শকাতর বুথের সংখ্য়া সকালে যা দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন, তা নিজেরাই বদলে দিল রাতে ৷ একই সঙ্গে, আদৌ বুথে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী থাকবে কি না, তা অবশ্য সোমবারও খোলসা করেনি রাজ্য নির্বাচন কমিশন ৷
এদিন আদালতে হলফনামা জমা দিয়ে খোদ কমিশনের তরফে জানানো হয়েছিল, 10 হাজারের কিছু কম স্পর্শকাতর বুথ রয়েছে রাজ্যে। তবে বেলা গড়াতে তা আরো খানিক কমে গেল ৷ রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট 61 হাজার 636টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা হল মাত্র চার হাজার 834টি। অর্থাৎ মোট বুথের মধ্যে 7.8 শতাংশ স্পর্শকাতর। একই সঙ্গে, রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতি বুথে মোতায়ন থাকছে সশস্ত্র বাহিনী। তবে তা কেন্দ্রীয় না রাজ্য পুলিশ সেটা এখনও পরিষ্কার করেনি কমিশন।
এদিন কমিশন জানিয়েছে, চার হাজার 834টি স্পর্শকাতর বুথে মোতায়ন করা হবে অতিরিক্ত বাহিনী। প্রতি বুথে মোতায়ন থাকবে সশস্ত্র বাহিনীও। পাশাপাশি সব বুথ এলাকায় জারি থাকবে 144 ধারা। প্রায় প্রতি বুথেই থাকবে সিসিটিভি ব্যবস্থা। তবে যে বুথগুলিতে সিসিটিভি দেওয়া যাবে না সেখানে ভিডিয়োগ্রাফি করা হবে বলে জানিয়েছে কমিশন। অন্যদিকে, রাজ্য সরকার 70 হাজার বাহিনী দিচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যে 85 শতাংশ ইতিমধ্যেই জেলায় চলে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। রাজ্য়ের বাহিনীর মধ্যে বুথেও ব্যাবহার করা হবে আবার এদের এরিয়া ডোমিনেশিন, নাকা চেকিং-এর জন্য ব্যাবহার করা হবে বলে কমিশন জানিয়েছে ৷