পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 3, 2023, 9:42 PM IST

ETV Bharat / state

Panchayat Elections 2023: সব স্পর্শকাতর বুথেই অতিরিক্ত সশস্ত্র বাহিনী, জানাল কমিশন

রাজ্যে এক ধাক্কায় অনেকটাই কমল স্পর্শকাতর বুথের সংখ্যা ৷ তবে সব স্পর্শকাতর বুথেই থাকছে অতিরিক্ত সশস্ত্র বাহিনী ৷ সোমবার এমনটাই জানানো হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফে ৷

Etv Bharat
রাজ্য নির্বাচন কমিশন

কলকাতা, 3 জুলাই:সকালে এক, আর বেলা গড়াতেই তা আমুল বদলে গেল ৷ এ যেন সুকুমার রায়ের 'ছিল রুমাল, হয়ে গেল বেড়াল'-এর থেকে কিছু কম নয় ৷ রাজ্য়ে পঞ্চায়েত ভোটের স্পর্শকাতর বুথের সংখ্য়া সকালে যা দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন, তা নিজেরাই বদলে দিল রাতে ৷ একই সঙ্গে, আদৌ বুথে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী থাকবে কি না, তা অবশ্য সোমবারও খোলসা করেনি রাজ্য নির্বাচন কমিশন ৷

এদিন আদালতে হলফনামা জমা দিয়ে খোদ কমিশনের তরফে জানানো হয়েছিল, 10 হাজারের কিছু কম স্পর্শকাতর বুথ রয়েছে রাজ্যে। তবে বেলা গড়াতে তা আরো খানিক কমে গেল ৷ রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট 61 হাজার 636টি বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা হল মাত্র চার হাজার 834টি। অর্থাৎ মোট বুথের মধ্যে 7.8 শতাংশ স্পর্শকাতর। একই সঙ্গে, রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতি বুথে মোতায়ন থাকছে সশস্ত্র বাহিনী। তবে তা কেন্দ্রীয় না রাজ্য পুলিশ সেটা এখনও পরিষ্কার করেনি কমিশন।

এদিন কমিশন জানিয়েছে, চার হাজার 834টি স্পর্শকাতর বুথে মোতায়ন করা হবে অতিরিক্ত বাহিনী। প্রতি বুথে মোতায়ন থাকবে সশস্ত্র বাহিনীও। পাশাপাশি সব বুথ এলাকায় জারি থাকবে 144 ধারা। প্রায় প্রতি বুথেই থাকবে সিসিটিভি ব্যবস্থা। তবে যে বুথগুলিতে সিসিটিভি দেওয়া যাবে না সেখানে ভিডিয়োগ্রাফি করা হবে বলে জানিয়েছে কমিশন। অন্যদিকে, রাজ্য সরকার 70 হাজার বাহিনী দিচ্ছে বলে জানা গিয়েছে। এর মধ্যে 85 শতাংশ ইতিমধ্যেই জেলায় চলে গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। রাজ্য়ের বাহিনীর মধ্যে বুথেও ব্যাবহার করা হবে আবার এদের এরিয়া ডোমিনেশিন, নাকা চেকিং-এর জন্য ব্যাবহার করা হবে বলে কমিশন জানিয়েছে ৷

আরও পড়ুন:'48 ঘণ্টা সময়, এক ফোঁটা রক্ত যেন না ঝড়ে' কমিশনকে কড়াবার্তা রাজ্যপালের

অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য যাবতীয় ব্যবস্থা করছে কমিশন ৷ সূত্রের খবর, প্রায় আট হাজার 500 মোবাইল রেসপন্স টিম থাকবে। তবে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে 485 বাহিনী মঞ্জুর করেছে, সেই বাহিনীকে কীভাবে ব্যাবহার করা হবে সে সিদ্ধান্ত এখনও নেয়নি কমিশন। তবে এদিনই কমিশনের পক্ষ থেকে এই বিষয় চূড়ান্ত করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। অন্যদিকে, এদিন থেকেই ব্লক, মহকুমা ও জেলায় কমিশনের কন্ট্রোল রুম খোলা হয়েছে। বৃহস্পতিবার অর্থাৎ আগামী 6 জুলাই বিকেল পাঁচটায় শেষ হবে প্রচার‌। 22টি জেলায় 21 জন আইএএস পদমর্যাদার স্পেশাল অবজার্ভার বা বিশেষ পর্যবেক্ষক থাকছেন বলে খবর। এছাড়া 238 জন সাধারণ অবজার্ভার থাকছেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটকর্মীদের তথ্য যাতে গোপন থাকে তার জন্য ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার বা এনআইসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিন রঙের ব্যালট পেপার ছাপাও হয়েছে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ক্রিম রঙ ব্যবহৃত হচ্ছে। পঞ্চায়েত সমিতির ব্যালট পেপারের রঙ হচ্ছে গোলাপি এবং জেলা পরিষদের ব্যালট পেপারের রং হচ্ছে হলুদ। গ্রাম পঞ্চায়েতের ব্যালট বক্সের রঙ হবে সাদা বা রুপোলি।

ABOUT THE AUTHOR

...view details