পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজোর আগেই কলকাতার রাস্তা সারাইয়ের বার্তা ফিরহাদ হাকিমের - firhad Hakim

পুজোর আগেই কলকাতার সমস্ত রাস্তা সারিয়ে ফেলা হবে বলে জানিয়েছেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । জল জমার সমস্যা দূর করতে নতুন করে নিকাশি ব্যবস্থা তৈরি করার পরিকল্পনাও নেওয়া হয়েছে ।

ফিরহাদ
ফিরহাদ

By

Published : Sep 15, 2020, 10:42 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: পুজোর আগে কলকাতার সমস্ত রাস্তা নতুন রূপ পেতে চলেছে । দীর্ঘদিন মেরামতির কাজ বন্ধ থাকায় খানাখন্দে ভরে গেছে শহরের রাস্তা । রাজপথের বেহাল দশা । পুজোর আগেই সারিয়ে ফেলা হবে কলকাতার সমস্ত রাস্তা । জানালেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম ।

আজ রাস্তা ও নিকাশি ব্যবস্থার সংস্কার নিয়ে বৈঠক করেন ফিরহাদ হাকিম । বৈঠক শেষে তিনি জানান, আগামী 15 অক্টোবরের মধ্যেই অর্থাৎ ঠিক পুজোর আগেই কলকাতার সমস্ত রাস্তা মেরামত করে ফেলা হবে । সেইসঙ্গে কলকাতার জল জমার সমস্যা দূর করতে নতুন করে নিকাশি ব্যবস্থা তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।

কলকাতার গুরুত্বপূর্ণ 26টি রাস্তার একটি তালিকা তৈরি করা হয়েছে । সেই তালিকায় থাকা রাস্তাগুলি মেরামত করবে কলকাতা পৌরনিগম । বেশ কিছু রাস্তা KMDA , কিছু রাস্তা PWD, কিছু রাস্তা কলকাতা পোর্ট ট্রাস্ট মেরামত করবে । ইএম বাইপাস, ইএম বাইপাসের সার্ভিস রোড, আনন্দপুর মেইনরোড,ও ফর্টিস হাসপাতালের চারিদিকে রাস্তা মেরামতের দায়িত্ব KMDA-এর। এছাড়া PWD মেরামত করবে তারাতলা রোড, ডায়মন্ড হারবার রোড, খগেন চ্যাটার্জি রোড, বিটি রোড, দমদম রোড, আরজিকর রোড, ও ক্ষুদিরাম বসু সরণি । এছাড়া কলকাতা পোর্ট ট্রাস্টের মেরামতির অধীনে বন্দর এলাকার বেশ কিছু রাস্তা রয়েছে। এছাড়া কলকাতার সমস্ত রাস্তা মেরামতির কাজ করবে কলকাতা পৌরনিগম।

লাগাতার চলতে থাকা বৃষ্টি ও ঘূর্ণিঝড় আম্ফানের দাপটে কলকাতার বহু রাস্তার অবস্থা শোচনীয় । বহু রাস্তা ভেঙে গিয়েছে । অনেক রাস্তায় পিচ উঠে দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে। কলকাতার রাজপথে বিভিন্ন জায়গায় খানাখন্দে ভরে গিয়েছে । কাশিপুর রোড, বেলগাছিয়া রোডসহ অনেক গুরুত্বপূর্ণ রাস্তার অবস্থা বেহাল । আগামী 15 তারিখের মধ্যেই সেই সমস্ত রাস্তাগুলি সারিয়ে ফেলা হবে বলে আশ্বাস দিয়েছেন ফিরহাদ হাকিম ।

মেয়র জানিয়েছেন, কলকাতার নতুন সংযুক্ত হওয়া উন্নত এলাকাগুলিতে জল জমার সমস্যা তৈরি হয়েছে । এই সমস্যাগুলি সমাধান করতেই নতুন করে নিকাশির কাজ শুরু করা হবে । 111, 112, 113 নম্বর ওয়ার্ডে KEIIP নিকাশি নালার তৈরি করার কাজ করছে। আগামী দু'মাসের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে । কলকাতায় নতুন সংযুক্ত হওয়া এলাকা 125 ,126, 141 ,143, 144 নম্বর ওয়ার্ডে নিকাশি কাজ শুরু করবে KEIIP । এসব এলাকায় সঠিকভাবে নিকাশি ব্যবস্থা না থাকার ফলেই জল জমার সমস্যা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন তিনি । তাই জল জমার সমস্যাকে চিরতরে দূর করতে নতুন করে নিকাশি নালা তৈরি করতে হবে এইসব এলাকাগুলিতে ।

ABOUT THE AUTHOR

...view details