পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজনীতি ভুলে একত্রে কোরোনা মোকাবিলার শপথ, বিকেলে সর্বদলীয় বৈঠক মমতার - কোরোনা পরিস্থিতির মোকাবিলায় সর্বদলীয় বৈঠক

রাজ্যে কোরোনা পরিস্থিতির মোকাবিলায় আজ বিকেলে সর্বদলীয় বৈঠক নবান্নে ।

ছবি
ছবি

By

Published : Mar 23, 2020, 3:16 PM IST

কলকাতা, 23 মার্চ : রাজ্যের কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বিকেলে সর্বদলীয় বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । আজ মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে । আপাতত স্থগিত সেই বৈঠক । বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে, আজকের বৈঠক থেকে সমস্ত দলকে এককাট্টা হয়ে কাজ করার আহ্বান জানাবেন মুখ্যমন্ত্রী ।

রাজ্যে কোরোনা পরিস্থিতির মোকাবিলায় ইতিমধ্যেই বিনামূল্যে চাল, চিকিৎসকদের পুজোর পরে বাড়তি ছুটির প্রস্তাব-সহ একাধিক পদক্ষেপ করা হয়েছে । কোরোনা সংক্রমণের সচেতনতায় 15 এপ্রিল পর্যন্ত বন্ধ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । স্থগিত উচ্চমাধ্যমিক পরীক্ষাও । ভিড় এড়াতে সরকারি কর্মচারীদের একঘণ্টা আগে বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে । আইসোলেশন বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে । কোরোনার মোকাবিলায় একের পর এক উদ্যোগ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । প্রথমে মন্ত্রী-আমলাদের সঙ্গে বৈঠক সেরেছেন । পরে সরকারি, বেসরকারি, চিকিৎসক ও ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করে একাধিক দাবি জানিয়েছেন । এবার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে সর্বদলীয় বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর ।

বাম - কংগ্রেসের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, সরকারকে সমস্ত রকম সাহায্য করতে প্রস্তুত তারা । সহযোগিতার আশ্বাস দিয়েছে BJP-ও । বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকের বৈঠক খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে ।

ABOUT THE AUTHOR

...view details