পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বনধে খোলা থাকবে কলকাতা পৌরনিগম - বনধ্ এ খোলা কলকাতা পৌরনিগম

আজ বাজার সমিতির সঙ্গে বৈঠক করে বনধে জীবনযাত্রা স্বাভাবিক রাখার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম ।

image
কলকাতা পৌরনিগম

By

Published : Jan 7, 2020, 11:18 PM IST

কলকাতা,7 জানুয়ারি : বনধে খোলা থাকবে কলকাতা পৌরনিগমের সদর দপ্তর থেকে প্রতিটি বোরো অফিস । রাজ্য সরকার আগেই ঘোষণা করেছে যে আগামীকাল সমস্ত সরকারি স্কুল ,কলেজ, অফিস খোলা থাকবে । আর আজ মেয়র ফিরহাদ হাকিম স্পষ্ট করে জানিয়ে দিলেন রাজ্য সরকারের যা নিয়ম সেই নিয়মই বলবৎ থাকবে কলকাতা পৌরনিগমের ক্ষেত্রেও । উপস্থিত থাকতে হবে সব কর্মচারীদের । না হলে বেতন কাটা যাবে ।

বনধে দোকানপাট খোলা রাখতে আজ সমস্ত বাজার সমিতির সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম । বৈঠকে উপস্থিত ছিলেন পৌরনিগমের 46 টি বাজার ও বেসরকারি বাজারের সদস্যরা । পাইকারি বাজার ,খুচরো বাজার,ও ছোট-বড় বাজার মিলিয়ে প্রায় 200 র উপর বাজার সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন আজকের বৈঠকে । মেয়র স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন আগামীকাল বাজার খোলা রাখতে হবে । কোনওমতেই ধর্মঘটে সামিল হওয়া যাবে না । জীবনযাত্রা স্বাভাবিক রাখতে হবে । ধর্মঘটের দাবিকে সমর্থন করলেও ধর্মঘট করে সাধারণ মানুষকে সমস্যায় ফেলা যাবে না । বাজারের অবস্থা খারাপ । তার মধ্যে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকলে ব্যবসা আরও ক্ষতির মুখে পড়বে । তিনি আরও বলেন," জাতীয় নাগরিক পঞ্জি(NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রথম থেকেই সরব হয়েছেন । কিন্তু ধর্মঘট করে প্রতিবাদ ঠিক নয় । পথে নেমে প্রতিবাদ করতে হবে ।"

উল্লেখ্য,CITU, AITUC-সহ কয়েকটি শ্রমিক সংগঠন জাতীয় নাগরিক পঞ্জি(NRC) ও নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) এর বিরুদ্ধে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে কাল । ধর্মঘটকে সমর্থনের জন্য মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন করেছে সংগঠনগুলি ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মঘটের ইশুকে সমর্থন করলেও ধর্মঘটে সামিল হতে চাননি ।

ABOUT THE AUTHOR

...view details