পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Train Cancel: 17 ও 18 এপ্রিল বারাসত-হাসনাবাদ রুটে সমস্ত ট্রেন বাতিল - All local trains cancelled

সিগন্যালিংয়ের কাজের জন্য বারাসত-হাসনাবাদ রুটে সমস্ত লোকাল ট্রেন বাতিল থাকবে 17 ও 18 এপ্রিল ৷ ট্রেন চলাচল স্বাভাবিক হবে 19 এপ্রিল থেকে ৷

Train Cancellation
সমস্ত ট্রেন বাতিল

By

Published : Apr 12, 2023, 6:31 PM IST

কলকাতা, 12 এপ্রিল: আগামী সোমবার পূর্ব রেলের হাসনাবাদ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে । 17 এপ্রিল শিয়ালদহ উত্তর শাখার সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে । এমনটাই জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র । পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সান্ডালিয়া ও লেবুতলা ডবল লাইনের কাজের জন্য সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে ৷ বারাসত ও হাসনাবাদ শাখার লেবুতলা ও মালতিপুরে সিগন্যালিংয়ের কাজের জন‌্য ট্রেন বন্ধ থাকবে ৷ একদিকে হাসনাবাদ শাখায় সোমবার রাত 1টা থেকে পরের দিন অর্থাৎ 18 এপ্রিল রাত 12টা পর্যন্ত সমস্ত ট্রেন বন্ধ থাকবে । অন্যদিকে বারাসত ও হাসনাবাদ শাখায় আগামী 17 এপ্রিল রাত 1টা থেকে 18 এপ্রিল রাত 11.59 পর্যন্ত ট্রেন বন্ধ থাকবে ৷ এই 47 ঘণ্টায় যেই ট্রেনগুলি বন্ধ থাকবে তার তালিকা প্রকাশ করা হয়েছে ।

যে ট্রেনগুলি বাতিল থাকবে সেগুলি হল: এক জোড়া বারাসত হাসনাবাদ লোকাল ৷ দুই জোড়া বারাসত-হাসনাবাদ লোকাল । এক জোড়া শিয়ালদা বারাসত লোকাল । এক জোড়া হাসনাবাদ শিয়ালদা লোকাল । এক জোড়া হাসনাবাদ বারাসত লোকাল । এছাড়াও আরও এক জোড়া হাসনাবাদ বারাসত লোকাল 13 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ।

এছাড়াও 16 এপ্রিল যেই ট্রেনগুলি বাতিল থাকছে: এক জোড়া বারাসত হাসনাবাদ লোকাল ৷ এক জোড়া শিয়ালদা বারাসত লোকাল ৷ একজোড়া হাসনাবাদ শিয়ালদা লোকাল ৷ এক জোড়া হাসনাবাদ বারাসত লোকাল ।

ট্রেন বাতিলের জেরে সপ্তাহের শুরুতেই ভোগান্তির মুখে পড়তে হতে পারে যাত্রীদের ৷ কারণ হাসনাবাদ ও বারাসত থেকে শিয়ালদা হয়ে কলকাতায় রোজ লক্ষাধিক মানুষ যাতায়াত করে ট্রেন পথে ৷ এর আগেও যাত্রীদের সমস্যার মুখে পড়তে হয়েছিল ৷ যখন কুড়মি আন্দোলনের ফলে রেলপথ অবরুদ্ধ হয়ে গিয়েছিল ৷ একাধিক ট্রেন বাতিল করেছিল রেল ৷

আরও পড়ুন:ইতিহাস গড়ে গঙ্গার নীচ দিয়ে ছুটল 2 রেক, মেট্রো রেলপথে জুড়ে গেল এপার-ওপার

ABOUT THE AUTHOR

...view details