পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাল থেকে 30 মে পর্যন্ত বন্ধ সিরিয়ালের শুটিং - টালিগঞ্জ ফেডারেশনের সেক্রেটারি

কাল থেকে রাজ্যজুড়ে জারি হচ্ছে কড়া বিধিনিষেধ, যাকে লকডাউনই বলা চলে ৷ স্কুল, কলেজ, বেসরকারি অফিস বন্ধ থাকার পাশাপাশি আজই বন্ধ হল টলিপাড়ার স্টুডিয়োগুলোও ৷

বন্ধ হল সিনেমা সিরিয়ালের শুটিং
বন্ধ হল সিনেমা সিরিয়ালের শুটিং

By

Published : May 15, 2021, 4:41 PM IST

কলকাতা, 15 মে : গত বছরের লকডাউনের স্মৃতি এখনও মানুষের মনে টাটকা ৷ আবারও নতুন করে কড়া বিধিনিষেধ শুরু হয়েছে, যা কার্যত লকডাউনের সামিল । আগামীকাল অর্থাৎ রবিবার থেকে 30 মে পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন চলবে । স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বেসরকারি ক্ষেত্রগুলির পাশাপাশি বন্ধ থাকবে সিরিয়ালের শুটিং । আজ থেকে বন্ধ হল টলিপাড়ার স্টুডিয়োগুলি ।

30 মে পর্যন্ত সিনেমা, সিরিয়াল সব কিছুরই শুটিং বন্ধ থাকবে, জানালেন টালিগঞ্জ ফেডারেশনের সেক্রেটারি অপর্ণা ঘটক । আপাতত সিরিয়ালের যে সমস্ত জমা ব্যাঙ্কিং করা রয়েছে, তাই দিয়ে সিরিয়ালগুলো চালানো হবে চ্যানেলে। কিছু সিরিয়ালের ক্ষেত্রে আবার আগের বারের মতো পুরনো এপিসোডও সম্প্রচার করা হতে পারে ।

আরো পড়ুন : জুনে হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা

রাজ্য সরকারের তরফ থেকে আগামী নির্দেশিকা না পাওয়া পর্যন্ত বন্ধ থাকছে শুটিংপাড়া । তবে টেকনিশিয়ান এবং বার্থ ডেতে কাজ করা আটিস্টরা এই লকডাউনে কী ভাবে চলবেন, তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি ফেডারেশনের তরফ থেকে । মিটিং না হওয়া পর্যন্ত সেই বিষয়ে মুখ খুলতে নারাজ ফেডারেশন ।

ABOUT THE AUTHOR

...view details