কলকাতা, 29 জুন : ভুয়ো টিকাকরণ কাণ্ডের প্রতিবাদে কলকাতা পৌরনিগমের সদর দফতরের সামনে ফের বিক্ষোভ । মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজ কলকাতা পৌরনিগমের সদর দফতরের সামনে বিক্ষোভ দেখানো হয় ।
গতকাল বাম ছাত্র-যুব সংগঠন বিক্ষোভ দেখায় । সেই বিক্ষোভকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে হাতাহাতি থেকে ধস্তাধস্তি হয় পুলিশের । আজ কংগ্রেসের মহিলা শাখার কর্মীরা কসবায় ভুয়ো টিকাকরণের প্রতিবাদে বিক্ষোভ দেখান । বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে ।