কলকাতা, 10 জুন: অল ইন ওয়ান। এক যন্ত্রেই মাপা যাবে ডিজেল, পেট্রোলের ধোঁয়া থেকে সিএনজি-র ধোঁয়ায় তৈরি হওয়া দূষণের পরিমাণ। কলকাতায় ক্রমশ বেড়ে চলা বায়ু দূষণে লাগাম টানতেই এমন আধুনিক যন্ত্র কিনছে কলকাতা পৌরনিগম। আর সেই যন্ত্র তুলে দেওয়া হবে কলকাতা কর্পোরেশনের হাতে। শনিবার এমনই খবর সামনে এসেছে ৷
শীত পড়লেই দেশের মধ্যে বাতাস দূষণে শীর্ষে পৌঁছয় রাজধানী শহর দিল্লি। মাঝে মধ্যেই তাকে পাল্লা দেয় কলকাতাও। বিদ্যুৎগতিতে বাড়ছে যান বাহনের সংখ্যাও। ফলে বাতাসে দূষণের সিংহভাগই হয়ে থাকে গাড়ি থেকে নির্গত জ্বালানির ধোঁয়া থেকে। এতদিন ডিজেল চালিত ইঞ্জিন গাড়ির ধোঁয়া মাপার যন্ত্র ছিল। কোন গাড়ি থেকে কি পরিমাণ ধোঁয়া নির্গত হয়ে দূষণ ছড়াচ্ছে তা বুঝতে ৷ তবে এবার পেট্রোল, সিএনজি গাড়ির ধোঁয়াও নিরীক্ষণ করতে পারবে পুলিশ। ফলে অনেকটাই বায়ু দূষণে লাগাম দেওয়া সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
কর্পোরেশন সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি কলকাতা পুলিশ কমিশনার ও কলকাতা কর্পোরেশন সঙ্গে এক বৈঠক হয়েছিল। সেখানেই দূষণ মাপার আধুনিক যন্ত্রের প্রয়োজন বলে পুলিশের তরফে জানানো হয়েছিল। এর পরেই কলকাতা কর্পোরেশনের পরিবেশ বিভাগ এই বিষয় নড়েচড়ে বসে। পরিকল্পনা করা হয় পুলিশের দাবি মতো আধুনিক মানের যন্ত্র কিনে দেওয়ার। ঠিক হয়েছে সব ধরনের জ্বালানির দূষণ পরিমাপক অত্যাধুনিক যন্ত্র আপাতত 32টি কেনা হবে। এই যন্ত্রগুলি কিনতে খরচ পড়বে প্রায় 1 কোটি 50 লক্ষ টাকা।