পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সংগঠন কতটা তৈরি ? দিলীপদের কাছ থেকে রিপোর্ট নিতে রাজ্য সফরে ভাগবত - Mohan Bhagwat meet Dilip Ghosh

19-20 সেপ্টেম্বর ভাগবত থাকবেন কলকাতায় । সেখানে RSS নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন । 21-22 তারিখ যাবেন উলুবেড়িয়ায় । সেখানে RSS-এর ট্রেনিং শিবিরে BJP নেতাদের সঙ্গে সমন্বয় বৈঠক করবেন ।

ফাইল ফোটো

By

Published : Sep 10, 2019, 2:42 AM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : ফের রাজ্যে আসছেন RSS চালক মোহন ভাগবত । 19 সেপ্টেম্বর কলকাতা আসছেন তিনি । 23 সেপ্টেম্বর দিল্লি ফেরার কথা । জানা গেছে, এই সফরে BJP নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসবেন ভাগবত ।

19-20 সেপ্টেম্বর ভাগবত থাকবেন কলকাতায় । সেখানে RSS নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন । 21-22 তারিখ যাবেন উলুবেড়িয়ায় । সেখানে RSS-এর ট্রেনিং শিবিরে BJP নেতাদের সঙ্গে সমন্বয় বৈঠক করবেন । দু'দিনের বৈঠকে দিলীপ ঘোষ, সুব্রত চট্টোপাধ্যায়-সহ BJP-র সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত মোট 10 জনকে ডাকা হয়েছে । BJP-র সাংগঠনিক অবস্থা কেমন তার রিপোর্ট নেবেন রাজ্য সভাপতির কাছ থেকে । সেইসঙ্গে সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় ও দিলীপ ঘোষের সঙ্গে আলাদা আলাদা বৈঠকও করবেন ।

রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনে বাজিমাতের ফরমুলা কী হবে তা বাতলে দিতেই মোহন ভাগবতের রাজ্য সফর । যদিও RSS-এর দক্ষিণবঙ্গ সম্পাদক জিষ্ণু বসু বলেন, "এটা মোহন ভাগবতের রুটিন সফর । রাজ্যে চারদিন থাকবেন । RSS-এর কাজের রিপোর্ট নিতেই তিনি আসছেন ।"

ABOUT THE AUTHOR

...view details