পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সৌমিত্রের ঘোষিত যুব মোর্চার সমস্ত কমিটি বাতিল দিলীপের - দিলীপ ঘোষের চিঠি

BJP সূত্রে খবর, 20টি জেলা থেকে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলীপ ঘোষের কাছে এসেছে । BJP-র জেলা সভাপতিদের অভিযোগ, সৌমিত্র খাঁ নিজের লোককে যুব মোর্চার জেলার সভাপতি পদে বসাচ্ছেন । BJP-র গঠনতন্ত্র না মেনে কাজ করছেন সৌমিত্র ।

দিলীপ ঘোষের চিঠি
দিলীপ ঘোষের চিঠি

By

Published : Oct 23, 2020, 10:45 PM IST

কলকাতা , 23 অক্টোবর : পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা যুব মোর্চার সমস্ত জেলা কমিটি ও সভাপতির পদ বাতিল । জানালেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । যুব মোর্চার সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পালন করবেন BJP-র জেলা সভাপতিরা ।

কী কারণে যুব মোর্চার 39 টি সাংগঠনিক জেলা কমিটি ভেঙে দেওয়া হল?

BJP সূত্রে খবর, 20টি জেলা থেকে যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলীপ ঘোষের কাছে এসেছে । BJP-র জেলা সভাপতিদের অভিযোগ, সৌমিত্র খাঁ নিজের লোককে যুব মোর্চার জেলার সভাপতি পদে বসাচ্ছেন । BJP-র গঠনতন্ত্র না মেনে কাজ করছেন সৌমিত্র । সংগঠনের নিয়মমাফিক BJP জেলা সভাপতিরা তিন জনের তালিকা যুব মোর্চাকে পাঠায় । সেই তালিকা থেকে একজনকে জেলার যুব মোর্চা সভাপতি করা হয় ।

অভিযোগ সৌমিত্র খাঁ-র একজন আপ্তসহায়ককে যুব মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি করা হয়েছে । এটা নিয়ে বিষ্ণুপুরের BJP জেলা সভাপতি দিলীপ ঘোষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন । একাধিক জেলা সভাপতির লিখিত অভিযোগ পেয়ে শেষ পর্যন্ত সৌমিত্র খাঁ-এর গঠন করা সমস্ত জেলা কমিটি ভেঙে দেন দিলীপ ঘোষ । সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে আরও অভিযোগ, যুব মোর্চার রাজ্য কমিটি তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় গাইডলাইন মানা হয়নি । নিজের পছন্দ মতো কমিটি তৈরি করেছেন সৌমিত্র । যুব মোর্চার সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক পদে নিয়ম না মেনে কাছের লোককে পদ দেওয়া হয়েছে । এমনকী সংগঠনের গঠনতন্ত্র না মেনে কাজ করেছেন সৌমিত্র খাঁ ।

দিলীপ ঘোষের সাংগঠনিক ঘোষণা

BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "এটা আমাদের দলের অভ্যন্তরীণ বিষয়। একাধিক জেলা থেকে অভিযোগ আসে সেই অভিযোগের ভিত্তিতে সমস্ত জেলা কমিটি ভেঙে দেওয়া হল । খুব শীঘ্রই সৌমিত্র খাঁ ও যুব মোর্চার দু'জন সাধারণ সম্পাদক বসে আলোচনা করবে । নতুন তালিকা তৈরি করা হবে । সেই তালিকা ঘোষণা হবে । দলের মধ্যে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই । " যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ বলেন, " আমি এ বিষয়ে দিলীপ ঘোষের সঙ্গে কথা বলব । ভুল ত্রুটি হতেই পারে । এটা আমাদের পার্টির বিষয় আমরা নিজেরা বসে ঠিক করব । "

ABOUT THE AUTHOR

...view details