পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনার বাড়বাড়ন্ত, কাল থেকে রাজ্যের সব আদালতে ভার্চুয়াল শুনানি - আদালতে ভার্চুয়াল শুনানি

আগামীকাল থেকে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সব আদালতে সকাল 11 টা 15 মিনিট থেকে বেলা তিনটে পর্যন্ত আদালতের কাজ কর্ম চলবে । 50 কর্মচারীর উপস্থিতিতে আদালতের কাজকর্ম চালানো হবে ।

Kolkata High Court
ছবি

By

Published : Apr 19, 2021, 9:35 PM IST

কলকাতা 19 এপ্রিল : করোনা সংক্রমনের বাড়বাড়ন্ত । আগামীকাল থেকে রাজ্যের সব আদালতেই শুধুমাত্র জরুরী ভিত্তিক মামলার শুনানি । শুনানি করা হবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে । হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেল প্রসেনজিৎ বিশ্বাস আজ এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছেন ।

হাইকোর্টের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে জানানো হয়েছে, রাজ্যে করোনা সংক্রমনের হার উদ্বেগজনক ভাবে বাড়ছে ৷ সেই দিকে তাকিয়ে আজ কলকাতা হাইকোর্টের কোভিড কমিটি আজ বৈঠকে বসে । বৈঠকের পরই প্রধান বিচারপতি জানান আগামীকাল থেকে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সব আদালতেই শুধুমাত্র জরুরী ভিত্তিক মামলার শুনানি হবে ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে আগামীকাল থেকে কলকাতা হাইকোর্ট সহ রাজ্যের সব আদালতে সকাল 11 টা 15 মিনিট থেকে বেলা তিনটে পর্যন্ত আদালতের কাজ কর্ম চলবে । 50 কর্মচারীর উপস্থিতিতে আদালতের কাজকর্ম চালানো হবে । ইতিমধ্যে যদি কোন কর্মচারী বা বিচারপতি করোনা আক্রান্ত হন বা তাঁর পরিবারের কোনও সদস্য যদি আক্রান্ত হন সঙ্গে সঙ্গে আদালতের প্রোটোকল অনুযায়ী তাঁদেরকে কোয়ারেন্টাইন এ থাকতে হবে । এই সমস্ত ব্যাপারে রেজিস্ট্রার জেনারেল প্রতিদিন রিপোর্ট সাবমিট করবেন প্রধান বিচারপতির কাছে । জেলা আদালতগুলির ক্ষেত্রেও এই নির্দেশ কার্যকর করতে হবে অবিলম্বে নির্দেশ প্রধান বিচারপতির ।

আরও পড়ুন : 1 মে থেকে 18 পেরোলেই ভ্যাকসিন

প্রসঙ্গত করোনা প্যানডেমিকের কারণে গত বছর প্রায় সাত-আট মাস ধরে রাজ্যের সমস্ত আদালতের কাজকর্ম প্রায় একেবারেই ভেঙে পড়েছিল । সেই পরিস্থিতি কাটিয়ে গত বছর সেপ্টেম্বর মাসের পর থেকে আস্তে আস্তে আদালতের কাজ কর্ম বাড়ছিল । পরিস্থিতি আবার গত বছরের মতো হতে চলেছে কিনা সেই ভেবে শঙ্কিত আইনজীবী সহ সাধারণ বিচারপ্রার্থীরা ।

ABOUT THE AUTHOR

...view details