পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

31 জুলাই পর্যন্ত বন্ধ রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়, ঘোষণা শিক্ষামন্ত্রীর - colleges and universities till July 31

"বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। স্কুলের পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকেও 10 জুন পরবর্তীকালে 30 জুন পর্যন্ত যেভাবে, যে বিধিতে আমরা বন্ধ রেখেছি, সেই বিধিগুলি অপরিবর্তিত থাকবে। 31 জুলাই পর্যন্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাকাডেমিক পার্ট বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। যে বিজ্ঞপ্তি আমরা জারি করেছিলাম সেই বিজ্ঞপ্তিটি অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাজে যেভাবে চলছিল তাও অপরিবর্তিত থাকবে। শুধু 30 জুনের বদলে সেটা 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।" জানালেন শিক্ষামন্ত্রী ৷

শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী

By

Published : Jun 23, 2020, 10:12 PM IST

কলকাতা, 23 জুন: স্কুলের পর এবার রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলির পঠন-পাঠন আগামী 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। আজ নতুন করে এই ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্তের কোনও পরিবর্তন হয়নি বলেও জানান তিনি । তবে, সুপ্রিম কোর্ট, অন্য বোর্ড ও অন্য রাজ্যগুলি কী করছে তার দিকেও নজর রাখা হয়েছে। যদি প্রয়োজনের ভিত্তিতে সিদ্ধান্তের পরিবর্তন হয় তা 26-27 জুনের মধ্য জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

আজ রাজ্যের সব কলেজ-বিশ্ববিদ্যালয় 31 জুলাই পর্যন্ত বন্ধ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি । স্কুলের পাশাপাশি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকেও 10 জুন পরবর্তীকালে 30 জুন পর্যন্ত যেভাবে, যে বিধিতে আমরা বন্ধ রেখেছি, সেই বিধিগুলি অপরিবর্তিত থাকবে । 31 জুলাই পর্যন্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে অ্যাকাডেমিক পার্ট বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছিল। যে বিজ্ঞপ্তি আমরা জারি করেছিলাম সেই বিজ্ঞপ্তিটি অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনিক কাজে যেভাবে চলছিল তাও অপরিবর্তিত থাকবে। শুধু 30 জুনের বদলে সেটা 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে।" উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, এতদিন যে নিয়মে বিশ্ববিদ্যালয়গুলির পঠন-পাঠন বন্ধ রেখে প্রশাসনিক কাজ চলছিল সেভাবেই 31 জুলাই পর্যন্ত কাজ চলবে বলে জানান তিনি।

কলেজ-বিশ্ববিদ্যালয়ের টার্মিনাল বা ফাইনাল সেমেস্টারের পরীক্ষার কী হবে? এর আগে 13 জুন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে 'নো কন্ট্যাক্ট মোডে' চূড়ান্ত সেমেস্টারের পরীক্ষা হওয়ার সিদ্ধান্ত এক প্রকার হয়েই গিয়েছিল । সব উপাচার্যরাই তাতে সহমত হয়েছিলেন । তবে, কোন নিয়মে হবে তা নিয়ে এখনও পর্যন্ত দপ্তরের তরফে কোনও নির্দেশিকা বা অ্যাডভাইজারি জারি করা হয়নি। সেই বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, "সরকারের অনুমোদন ছাড়া কোনও কথা ঘোষণা করা যাবে না । সরকারের অনুমোদন নিয়েই 26 জুন আমাদের অ্যাডভাইজারি জারি করব‌।"

সেই সঙ্গে উচ্চমাধ্যমিকের দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ বাকি থাকা বিষয়গুলির পরীক্ষা হওয়ার কথা 2, 6 ও 8 জুলাই। সেই সিদ্ধান্তের এখনও কোনও পরিবর্তন হয়নি বলে আজ আবার জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, "উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বর্তমানে বিভিন্ন দিক খতিয়ে দেখছি। বিভিন্ন বোর্ডগুলিকে দেখছি, বিভিন্ন পরীক্ষাগুলিতে দেখছি । আমরা সেগুলি পর্যালোচনা করছি। আমাদের প্রস্তুতি থাকবে। কিন্তু, প্রস্তুতিটা নির্ভর করবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও সুরক্ষার উপর । এটা মনে রাখতে হবে যে, আমাদের বেশিরভাগ পরীক্ষা হয়ে গেছে । আমাদের দুটো বা তিনটে পরীক্ষা, অনেকের একটা পরীক্ষা বাকি । এখন সুপ্রিম কোর্ট বা অন্য বোর্ড বা অন্য রাজ্যের দিকে নজর রাখছি এবং যদি নতুন করে কোনও সিদ্ধান্ত গ্রহণ করতে হয় নিশ্চিতভাবে 26-27 তারিখের মধ্যেই নেওয়া হবে। আমাদের এখনও পর্যন্ত সিদ্ধান্তের কোনও পরিবর্তন হয়নি। কিন্তু, অন্য বোর্ডগুলি কী বলছে, সুপ্রিম কোর্ট কী বলছে, অন্য রাজ্যগুলি কী করছে এগুলির দিকে আমাদের নজর আছে। আমি ছাত্র সমাজকে বলছি, ভীত সন্ত্রস্ত হওয়ার কোনও কারণ নেই। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সঙ্গেও যোগাযোগ আছে। তাঁরাও চেষ্টা করছে। আমরা সবরকম প্রস্তুতিই রাখছি।"

আজ গেস্ট লেকচারারদের স্টেট এডেড কলেজ টিচার পদে উন্নীত করার বিষয়ে শিক্ষামন্ত্রী জানান, "গেস্ট লেকচারারদের বিভিন্ন সংগঠনের তরফে তাঁদের বিষয়টি দেখার আবেদন আসছে । মুখ্যমন্ত্রী যা ঘোষণা করেছেন আমরা সেই ঘোষণা মতো কাজকর্ম শুরু করলেও কোরোনা, লকডাউন চলার কারণে আমাদের সময় লেগেছে । আমরা শিক্ষাদপ্তর ঠিক করেছি, যে বিজ্ঞপ্তি চালু ছিল সেই বিজ্ঞপ্তি অনুসারে সমস্ত কলেজকে যত শীঘ্র সম্ভব গেস্ট লেকচারারদের ব্যাপারে আমাদের যা সিদ্ধান্ত তা জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ, যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সেই সিদ্ধান্ত মোতাবেক 23 ডিসেম্বর যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, সেই বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন কলেজের কাগজপত্র আমরা দেখছি । আমরা দেখব কোন বিষয়ে, কী রকম কী আছে । এটা দেখে কলেজগুলিকে জানিয়ে দেওয়া হবে। এই ব্যাপারে আমাদের যে ঘোষিত নীতি ছিল, যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, তা কার্যকর করব। এর সঙ্গে PTT, CWPTT-রাও যুক্ত আছেন। সকলেরই বোঝা উচিত, কলেজ চলছে না। তা সত্ত্বেও আপনাদের ইচ্ছা আমার নজরে রাখছি।"

ABOUT THE AUTHOR

...view details