কলকাতা, 19 এপ্রিল: সারদা, রোজভ্যালি, এমপিএস-সহ সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার বিচার প্রক্রিয়া হবে একই আদালতে ৷ বুধবার এমনই নির্দেশ দিল বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ ৷ আদালতের নির্দেশে বলা হয়েছে, রেজিস্ট্রার জেনারেলকে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সমস্ত বেআইনি অর্থলগ্নি সংস্থার মামলার বিচার নগর দায়রা আদালতে থাকা বিশেষ সিবিআই আদালতে করতে হবে ৷ মূলত, এমপিএস-এর অন্যতম কর্ণধার প্রবীর কুমার চন্দ্র-সহ 3 জনের আবেদনের শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷
জানা গিয়েছে, এমপিএস কর্ণধার প্রবীর কুমার চন্দ্র-সহ 3 জন আদালতে আবেদন করেছিলেন ৷ সেখানে বলা হয়েছিল, রাজ্যের ভিন্ন আদালতে অভিযোগের ভিত্তিতে মোট 28টি মামলা চলছে ৷ এই সব মামলার তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই ৷ কিন্তু, 28টি আদালতে আলাদা আলাদা শুনানির জেরে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের ৷ তাই সব মামলাকে একটি নির্দিষ্ট আদালতে স্থানান্তর করতে কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন এমপিএস-এর কর্ণধার প্রবীর কুমার চন্দ্র ৷ তাঁর সেই আবেদন এদিন মঞ্জুর করেছে আদালত ৷