কলকাতা, ৮ এপ্রিল: প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে কলকাতায় মিছিল করল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ। আজ তারা সুবোধ মল্লিক স্কয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন। এরপর তারা মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ় আফতাবের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দেন। তাঁদের দাবি, প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।
প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে মিছিল ভোটকর্মীদের
"কেন্দ্রীয় বাহিনী দিয়ে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে DC-তে গিয়ে আমরা আমাদের দায়িত্ব বয়কট করব।" আজ এই দাবিতে কলকাতার মিছিল করল শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের।
ঐক্যমঞ্চের তরফে কিংকর অধিকারী বলেন, "আমরা আজ নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি। ভোটকর্মীদের নিরাপত্তার বিষয়ে আমরা তাঁর কাছ থেকে সুনিশ্চিত প্রতিশ্রুতি চাই। কেন্দ্রীয় বাহিনী সহ আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা না হলে DC-তে গিয়ে আমরা আমাদের দায়িত্ব বয়কট করব। জীবন রক্ষার অধিকার আমাদের মৌলিক অধিকার। আমরা নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিতে চাই, আমাদের নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করতে হবে। এরপরেই আমরা গণতান্ত্রিক এই নির্বাচন প্রক্রিয়াতে অংশগ্রহণ করব। এখান থেকে আমরা নির্বাচন কমিশনে গিয়ে CEO-র কাছে ডেপুটেশন জমা দেব।"
প্রসঙ্গত, এর আগে একই দাবিতে চেতলা গার্লস হাইস্কুলে ভোট প্রশিক্ষণের দিন বিক্ষোভ দেখিয়েছিলেন ভোটকর্মীরা। রাজ্যের বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন ভোটকর্মীরা। গত বছর পঞ্চায়েত ভোটের সময় প্রিজ়াইডিং অফিসার রাজকুমার রায়ের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে এই বছর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ করছেন ভোটকর্মীরা। ক্যানিং, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হুগলি সহ বিভিন্ন জায়গায় এই একই দাবিতে বিক্ষোভ দেখানো হয়।