কলকাতা, 2 মে: মঙ্গলবার স্বনামধন্য পরিচালক সত্যজিৎ রায়ের 102তম জন্মশতবার্ষিকী ৷ এই দিনেই সত্যজিৎ প্রেমীদের সুখবর দিয়েছেন ছেলে তথা পরিচালক সন্দীপ রায় ৷ সত্যজিৎ রায়ের বানানো প্রত্যেক সাদা-কালো ছবি পুনরুদ্ধার করে সংরক্ষণ করার পাশাপাশি বিশ্বের দরবারে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সন্দীপ রায় ৷
প্রত্য়েক বছরের মতো এই বছরও বিশপ লেফ্রয় রোডের বাড়ির দরজা খোলা ছিল আমজনতার জন্য ৷ এই দিন সকলেই ফুল-মালা দিয়ে শ্রদ্ধার্ঘ্য দিতে পারেন বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়কে ৷ সাধারণ মানুষের পাশাপাশি, বাংলার শিল্পীরা তথা অনুরাগীরাও শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন এই দিন ৷ সব্যসাচী চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সাহেব ভট্টাচার্য, অরিন্দম শীলের মতো বাংলার শিল্পীরা হাজির হয়েছিলেন এই দিন ৷
সংবাদসংস্থা পিটিআইকে সত্যজিৎ পুত্র জানিয়েছেন, তাঁর বাবার প্রতিটি ছবি জনপ্রিয় হয়েছে তার ইউনিকনেস ও টাইমলিনেস বিষয়ের জন্য ৷ 1955 সালে 'পথের পাঁচালি' ছবি দিয়েই তাঁর জনপ্রিয়তার জার্নি শুরু হয়েছে ৷ সেই সময় কান চলচ্চিত্র উৎসবে এই ছবি বিশ্ব দরবারে বাংলাকে পরিচয় করিয়েছে ৷