পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

টালিগঞ্জ থানায় পুলিশকে মারধর, জামিন সব অভিযুক্তেরই - কলকাতা

সরকারি আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা না করায় আলিপুর আদালতে জামিন পেল সব অভিযুক্ত ।

টালিগঞ্জ থানায় পুলিশকে মারধর

By

Published : Aug 27, 2019, 7:15 PM IST

কলকাতা, 27 অগাস্ট : টালিগঞ্জ থানায় পুলিশকে মারধরের ঘটনায় জামিন পেল সব অভিযুক্তই । আজ অভিযুক্তদের আইনজীবী তাদের জামিনের পক্ষে আদালতে সওয়াল করেন । আলিপুর আদালতে বিচারকের সামনে তিনি বলেন, "ঘটনায় বেশ কয়েকদিন কেটে গেছে । তদন্তের কোনও অগ্রগতি নেই । তাই অভিযুক্তদের জামিন দেওয়া হোক ।" সরকারি আইনজীবী জামিনের তীব্র বিরোধিতা করেননি । সেই সূত্রেই আলিপুর আদালতে জামিন হয় তাদের । ঘটনায় আগেই জামিন হয়েছে মূল অভিযুক্ত পুতুল নস্করের । জামিন পেয়েছে ছায়াসঙ্গী পূর্ণিমাও ।

এই সংক্রান্ত আরও খবর :টালিগঞ্জ থানায় পুলিশ নিগ্রহে ধৃত আরও 3

টালিগঞ্জ থানায় পুলিশকে মারধর নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র । ঘটনায় আসরে নামেন খোদ কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা । জানিয়ে দেন, পুলিশ নিগ্রহ বরদাস্ত করা হবে না । অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করার নির্দেশ দেন পুলিশ কমিশনার । সেই সূত্রেই পর পর গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের । কিন্তু জানা যায় তারা এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ । সেই সূত্রে তৈরি হয় সন্দেহ । আদৌ পুলিশ মার খাওয়ার পরেও অভিযুক্তদের আটকে রাখতে পারবে তো !

এই সংক্রান্ত আরও খবর:টালিগঞ্জ থানা থেকে যুবককে ছাড়ানোর চেষ্টা, উর্দি ধরে টান

আজ আলিপুর আদালতে পেশ করা হয় হেপাজতে থাকা অভিযুক্তদের । তাদের জামিনের আবেদন জানান আইনজীবী । সরকারি আইনজীবী ওই জামিনের আবেদনের তীব্র বিরোধিতা না করায় জামিন মঞ্জুর হয়ে যায় । সূত্রের খবর তেমনই । সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল আজ আদালতে বলেন, "ধৃতদের ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করে ফেলেছে ‌। তাদের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হোক ।" কিন্তু সরকার পক্ষের সাবমিশন দেখে আদালত তাদের জামিন মঞ্জুর করে ।

ABOUT THE AUTHOR

...view details