কলকাতা, 6 এপ্রিল : আলিপুরের পশুপাখিদের উপর নজরদারি বাড়াতে শুরু করল কর্তৃপক্ষ । বিশেষ করে বাঘেদের উপর । তাদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়ে দিল । পাশাপাশি কেয়ারটেকারদের উপর স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে বলে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে ।
কোরোনার জেরে নজরদারি বাড়ছে আলিপুর চিড়িয়াখানায় - কোরোনা
কোরোনা সংক্রমণের জের । আলিপুর চিডিয়াখানায় বাড়ানো হচ্ছে নজরদারি ।
নিউইয়র্কের ব্রংক্স চিড়িয়াখানায় বাঘের শরীরে মিলেছে কোরোনা ভাইরাস । বাঘটির নাম নাদিয়া । ওই চিড়িয়াখানার আরও ছটি বাঘ এবং সিংহ অসুস্থ হয়ে পড়েছে বলে খবর । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, চিড়িয়াখানার এক কেয়ারটেকার এর মাধ্যমে ওই সংক্রমণ ছড়িয়েছে । এই খবর সামনে আসার পরেই সতর্ক হয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ । আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত জানিয়েছেন, গত ফেব্রুয়ারি থেকেই আমরা পশুপাখিদের উপর বিশেষভাবে নজরদারি চালাচ্ছি । নিয়মিত অ্যান্টিভাইরাল ওষুধ স্প্রে করা হচ্ছে । পাশাপাশি সব পশুর উপর নজরদারি রাখা হয়েছে । কিন্তু আমেরিকার ঘটনা সামনে আসার পর, এবার বাড়ানো হলো সেই নজরদারি । যেহেতু আমেরিকায় ওই বাঘটির সংক্রমণ কেয়ারটেকারের মাধ্যমে হয়েছে বলে প্রাথমিক অনুমান, সেই সূত্রে স্বাস্থ্যবিধি জারি করা হয়েছে সমস্ত কেয়ারটেকার, চিকিৎসক, কর্মীদের উপর । বাঘেদের রোজ শারীরিক পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
বাঘ এবং অন্যান্য পশুদের পরিচর্যা করার সময় মাস্ক এবং গ্লাভস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে কর্মীদের । পাশাপাশি স্যানিটাইজার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে । আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে এ বিষয়ে জরুরিভিত্তিক বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে ।