কলকাতা, 20 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষকে সিবিআই হেফাজতে পাঠানো হল ৷ বাকিদের 2 মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুরের বিশেষ সিবিআই আদালত ৷ এদিন শুনানিতে নীলাদ্রি এবং তাপসকে 3 দিনের হেফাজতে চায় সিবিআই ৷ অন্যদিকে, তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষকেও নিজেদের হেফাজতে চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI Custody to Kuntal Ghosh in Recruitment Corruption Case) ৷ উল্লেখ্য, ইডি-র হেফাজতে ছিলেন কুন্তল ৷
এদিন আলিপুরের বিশেষ সিবিআই আদালতে মামলার শুনানিতে ধৃত আব্দুল খালেকের আইনজীবী তাঁর জামিনের আবেদন করেছেন ৷ সেখানে তিনি সওয়ালে জানান, ল্যাপটপ, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েথে তাঁর মক্কেলের ৷ এমনকি তাঁর হৃদযন্ত্র ও কিডনির সমস্যা রয়েছে ৷ এমনকি তাঁর বিরুদ্ধে সরাসরি যুক্ত থাকার কোনও প্রমাণ নেই বলে আদালতে জানিয়েছেন আব্দুল খালেকের আইনজীবী ৷ এই সব যুক্তিতে আইনজীবী এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া আব্দুল খালেকের জামিনের আবেদন করেছে ৷
যদিও, সিবিআই আব্দুল খালেককে নিজেদের হেফাজতে চেয়েছে ৷ সিবিআই এর আইনজীবী আদালতে জানিয়েছেন, বেআইনি নিয়োগে আব্দুল খালেক এজেন্ট হিসেবে কাজ করেছেন ৷ এমনকি এসপি সিনহাকে সরাসরি নামের তালিকা ও টাকা পাঠাতেন বলে আদালতে জানিয়েছে সিবিআই ৷ তবে, সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক পালটা প্রশ্ন করেন, ‘‘আপনি বলছেন এসপি সিনহাকে টাকা পাঠাতো আব্দুল ৷ তাহলে একে হেফাজতে নিলেন কেন ? এসপি সিনহাকে তো নিতে পারতেন ৷’’