কলকাতা, 15 এপ্রিল: গাঁটছড়ায় বাঁধা পড়লেন আলিয়া-রণবীর (Alia Ranbir wedding) । তাঁদের অনুরাগী অনুরাগী হলেই কি আর বিয়ের নিমন্ত্রণ পাওয়া যায় ? তাই কলকাতায় দুধের সাধ একপ্রকার ঘোলেই মেটালেন সেলেব নবদম্পতির অনুরাগীরা ।
ছোটবেলায় পুতুলের বিয়ে দেননি এমন মানুষ কমই আছে তামাম দুনিয়ায়। এবার তা কয়েকজন ঘটিয়ে ফেললেন পরিণত বয়সে। সংবাদমাধ্যমের চোখ যখন আলিয়া-রণবীরের বিয়েতে, তখন কলকাতাতেই তাঁদের বিয়ে দিলেন অনুরাগীরা। বিয়ে দিলেন বাঙালি মতে। লাল টুকটুকে বেনারসিতে পাক্কা বাঙালি বধূ আলিয়া । আর রণবীর সেজেছেন পাজামা-পাঞ্জাবিতে বাঙালি জামাইয়ের সাজে । সমস্ত বাঙালি রীতি মেনে বিয়ে দেওয়া হল দু'জনের। তত্ত্ব সাজানো থেকে শুরু করে গায়ে হলুদ, সিঁদুর দান ৷ বাদ পড়ল না কোনওটাই। রীতিমতো মন্ত্র পড়ে বিয়ে হল ওঁদের।