কলকাতা, 7 জুন : পঞ্চম দফা লকডাউনে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজ্যের পরিস্থিতি । কিন্তু লাফিয়ে বাড়ছে কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় রাজ্যে কোরোনা আক্রান্ত হয়েছেন 435 জন । যা একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ । মৃত্যুতেও সর্বোচ্চ রেকর্ড ছিল কাল । যা নিয়ে রীতিমতো চিন্তায় প্রশাসন । এই পরিস্থিতিতে, কোরোনা সংক্রমণ রুখতে বাড়তি সচেতনতা ও প্রয়োজনীয় ক্ষেত্রে কঠোর পদক্ষেপ করার বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । বললেন, গতকালের সংক্রমিতের সংখ্যা দেখে বোঝা যাচ্ছে ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছি ।
শুক্রবার পর্যন্ত রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যাটা ছিল 7 হাজার 303 । সেটিও ছিল ওইদিন পর্যন্ত সর্বোচ্চ । তারপর ফের গতকাল নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ে । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 7738 । আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতুও । এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্য়ে মোট 311 জনের মৃত্যু হয়েছে । শুক্রবার পর্যন্ত যা ছিল 294 । গতকালই 17 জনের মৃত্যু হয়েছে । পাশাপাশি এখনও পর্যন্ত কোমর্বিডিটিতে মৃত্য়ু হয়েছে 72 জনের ।