কলকাতা, 20 নভেম্বর: পশ্চিমবঙ্গ ক্ষুদ্র শিল্প নিগমের চেয়ারম্যান করা হল রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। একইভাবে এই পদ থেকে সরিয়ে দেওয়া হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রকে। উল্লেখ্য, আলাপন বন্দ্যোপাধ্য়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা পদও সামলাচ্ছেন ৷
অন্যদিকে, সম্প্রতি তমলুক তৃণমূল জেলা সভাপতি পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে সৌমেন মহাপাত্রকে। প্রসঙ্গত, গত বছর অগস্ট মাসে সৌমেন মহাপাত্রকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর এত দিন ক্ষুদ্র শিল্প নিগমের চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছিল প্রাক্তন মন্ত্রীকে। কিন্তু মঙ্গলবার থেকে বেঙ্গল বিজনেস সামিট (বিজিবিএস) শুরুর আগেই ক্ষুদ্র শিল্প নিগমের দায়িত্বে রদবদল করলেন মুখ্যমন্ত্রী। তবে কী কারণে ক্ষুদ্র শিল্প নিগম থেকে সৌমেন মহাপাত্রকে সরিয়ে দেওয়া হল তা নিয়ে মুখ খুলতে চাননি কেউই ৷ এমনকী সৌমেন মহাপাত্রের তমলুক জেলা সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়া নিয়েও দলের তরফে কোনও মন্তব্য করা হয়নি ৷
বর্তমানে মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের সঙ্গে বিরোধের কারণেই মুখ্যসচিব হিসেবে তাঁর দায়িত্ব শেষ হয় ৷ এরপর রাজ্য সরকারের সুপারিশ মতো তাঁকে ফের মুখ্য সচিবের পদে পুনর্বহালের নির্দেশ মঞ্জুর করে কেন্দ্র ৷ কিন্তু শেষ পর্যন্ত সেই এক্সটেনশন গ্রহণ করেননি আলাপন বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলাপনকে তাঁর মুখ্য উপদেষ্টার দায়িত্ব দেন ৷ প্রসঙ্গত, 2021 সালে 1 জুলাই রাজ্যের মুখ্যসচিবের পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন আলাপন।