পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Al Qaeda Terror Plan: কলকাতা-সহ দেশের বিভিন্ন শহরে নাশকতার ছক আল কায়দার ! - Lalbazar

রাজ্যে-সহ দেশের বিভিন্ন শহরে নাশকতার ছক কষেছে আল কায়দার (Al Qaeda Indian Module Plan to Attacks) ভারতীয় মডিউলের ৷ সম্প্রতি গ্রেফতার হওয়া আল কায়দা জঙ্গি মহম্মদ হাসনতকে জেরা করে এমনই বিস্ফোরক তথ্য এসেছে কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে (Kolkata Police Special Task Force) ৷

al-qaeda-indian-module-plan-to-attacks-in-various-cities-across-country
al-qaeda-indian-module-plan-to-attacks-in-various-cities-across-country

By

Published : Nov 4, 2022, 12:21 PM IST

কলকাতা, 4 নভেম্বর: ডিসেম্বর মাসে রাজ্যের একাধিক জায়গায় অশান্তির আগাম তথ্য ছিল প্রশাসনের কাছে ৷ সেই মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে নাকা তল্লাশি বাড়ানো নির্দেশ দিয়েছেন বলে পুলিশ প্রশাসন সূত্রে খবর ৷ মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের পরেই কলকাতা পুলিশের এসটিএফ এর হাতে গ্রেফতার হওয়ার আল কায়েদা জঙ্গির বাড়ি থেকে বিস্ফোরক তথ্য পাওয়া গেল ৷ জানা গেল, ভারতীয় মডিউলে কাজ করা ওই আল কায়দা জঙ্গির বাড়ি থেকে একাধিক নাশকতার তথ্য পাওয়া গিয়েছে (Al Qaeda Indian Module Plan to Attacks) ৷

সম্প্রতি কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (Kolkata Police Special Task Force) গোয়েন্দারা ভারতীয় মডিউলের আল কায়দা জঙ্গি মহম্মদ হাসনতকে (Al Qaeda militant Mohammad Hasnat) গ্রেফতার করেছেন ৷ তাকে জেরা করে মালদার বাড়িতে অভিযান চালায় এসটিএফ এর গোয়েন্দারা ৷ গোয়েন্দা দফতর সূত্রে খবর, সেই বাড়ির আনাচে-কানাচে তল্লাশি চালায় এসটিএফ এর গোয়েন্দারা ৷ যেখানে মহম্মদ হাসনতের বাড়ি থেকে একাধিক কাগজপত্র, কম্পিউটার, ল্যাপটপ ও পেন-ড্রাইভ বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷

জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া ওই পেন-ড্রাইভ খুলতেই চোখ কপালে ওঠে লালবাজারে (Lalbazar) গোয়েন্দাদের ৷ অভিযোগ আল কায়দার একাধিক কোড ওয়ার্ড ওই পেনড্রাইভ থেকে উদ্ধার করা হয়েছে ৷ ইন্টেলিজেন্স ব্যুরো এবং জঙ্গি দমনে সিদ্ধ হস্ত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দারা ওই কোড ওয়ার্ড থেকে একাধিক তথ্য বের করেছেন ৷ গোয়েন্দা দফতর সূত্রে খবর, সম্প্রতি রাজ্যে এবং দেশের একাধিক জায়গায় নাশকতার পরিকল্পনা করছিল জঙ্গিরা ৷ এছাড়াও আল কায়দার টার্গেটে ছিলেন এক ডজন ভিভিআইপি ব্যক্তিত্ব এবং বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ৷

আরও পড়ুন:দেউলকোটায় চলত জঙ্গি তৈরির পাঠশালা, সাদ্দাম-সমীরকে জেরায় তথ্য এসটিএফের

তবে, তদন্ত ও নিরাপত্তার প্রশ্নে সেই সকল ভিআইপি এবং রাজনৈতিক নেতাদের নামপ্রকাশ করতে চায়নি গোয়েন্দারা ৷ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের প্রাথমিক তদন্তের পর অনুমান, বিভিন্ন জায়গায় নাশকতামূলক কর্মকাণ্ডের পর চোরা পথে বাংলাদেশ পালানোর রাস্তা তৈরি করে রেখেছিল জঙ্গিরা ৷ এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (এসটিএফ) ভি সলেমন নিশাকুমার ইটিভি ভারতকে বলেন, ‘‘ধৃত ওই জঙ্গির মালদার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক পেনড্রাইভ এবং বিভিন্ন গুরত্বপূর্ণ নথি আমরা বাজেয়াপ্ত করেছি ৷ সেখানে একাধিক কোড ওয়ার্ড ব্যবহার করা হয়েছিল ৷ সেগুলি ক্র্যাক করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এসেছে ৷ গোটা বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ ৷ এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা যাবে না ৷’’

ABOUT THE AUTHOR

...view details