কলকাতা, 16 মার্চ:কলকাতার আলিপুর সংশোধনাগারের (Alipore Central Correctional Home) 'জমি দুর্নীতি' নিয়ে অবশেষে মুখ খুললেন রাজ্যে কারা প্রতিমন্ত্রী অখিল গিরি (Akhil Giri on Land Corruption) ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অভিযোগ, আলিপুর সংশোধনাগারের 5.6 একর জমিতে আবাসন প্রকল্প তৈরি করতে গিয়ে মোটা অঙ্কের রাজস্ব ক্ষতি হয়েছে রাজ্যের ! এ নিয়ে প্রশ্ন করা হলে অখিল অবশ্য সোজাসাপটা কোনও উত্তর দেননি ৷ দুর্নীতি হয়নি, এমন দাবিও করেননি ! বদলে জানিয়েছেন, "যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা রাজ্যপালকে চিঠি লিখেছেন, তার সঙ্গে রাজ্য সরকারের তিন-চারটি দফতর জড়িয়ে আছে ৷ আমি আমার দফতরের বিষয়ে বলতে পারি ৷ কিন্তু, অন্য দফতরগুলি সম্পর্কে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয় ৷ আমাকে খোঁজ নিতে হবে ৷ এখনও আমি সমস্ত দফতরের সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি ৷ তাদের সঙ্গে যোগাযোগ করে তথ্য সংগ্রহের পরই এ নিয়ে নির্দিষ্ট কোনও মন্তব্য করতে পারব ৷"
বিষয়টি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও ৷ বৃহস্পতিবার বিধানসভায় তিনি বলেন, "আলিপুর সংশোধনাগার চত্বরের ভিতর কোনও প্লট বিক্রির বিষয় নেই ৷ কাউকে সেই প্লট দেওয়ারও ব্যাপার নেই ৷ পুরোটাই রাজ্য সরকারের নিজস্ব জমিতে এবং নিজস্ব উদ্যোগে করা হচ্ছে ৷ মানুষ এখন মিউজিয়াম দেখতে যাচ্ছে ৷ আমি বিরোধী দলনেতাকে বলব, আপনি নিজে গিয়ে একদিন এই মিউজিয়াম ভিজিট করে আসুন ৷ আপনার যে ভুল ধারণা রয়েছে, তা ভেঙ্গে যাবে ৷ আপনার মধ্যে যে প্রকৃত জাতীয়তাবাদী দেশপ্রেম আগে ছিল, তা আবার জাগ্রত হবে !"