কলকাতা, 7 অক্টোবর: তৃণমূলের ধরনা মঞ্চে যোগ দিতে চায় হিন্দু মহাসভা । শনিবার অখিল ভারত হিন্দু মহাসভার প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন ও ফ্ল্যাগ নিয়ে রাজভবনের সামনে বিক্ষোভ সভায় উপস্থিত হন । তাঁদের বক্তব্য, কেন্দ্র এবং রাজ্যের দড়ি টানাটানিতে বাংলার সাধারণ খেটে খাওয়া গরিব মানুষ সমস্যায় পড়ছেন । সেই সাধারণ মানুষের অধিকারের দাবিতে তৃণমূলের এই ধরনায় তারাও সামিল হতে চায় । অনুমতি পেলে আগামী সোমবার থেকে যতদিন পর্যন্ত ধরনা চলবে ততদিন তারা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন ।
অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সম্পাদক চন্দ্রচূড় গোস্বামী বলেন, "প্রসঙ্গ যখন বাংলার উন্নয়ন তখন রাজ্যের সনাতনী মেহনতি খেটে খাওয়া মানুষের পক্ষে আমরা আছি । আজ কেন্দ্র এবং রাজ্যের দড়ি টানাটানিতে সেই মেহনতি এবং খেটে খাওয়া মানুষ সমস্যায় পড়ছেন । তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন । আমরা চাই যে কোনও মূল্যে তাদের হকের টাকা ফিরিয়ে দেওয়া হোক । দ্রুতই সমস্যার সমাধান হোক ।" শুধু রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা নয় ! এনআরসি-সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার করছেন বলেও অভিযোগ করেন চন্দ্রচূড় গোস্বামী ।
তাঁর কথায়, রাজ্যে মতুয়া-সহ যে সমস্ত সনাতনী মানুষ রয়েছেন তাদের নিঃশর্ত নাগরিকত্ব চাই । তাছাড়া কেন্দ্রে বিজেপি সরকার যেভাবে হাজার হাজার কোটি টাকা খরচা করে নানানরকম মিউজিয়াম ও বিল্ডিং তৈরি করছে তাতে সাধারণ মানুষের দুরাবস্থা কাটছে না । একদিকে বিপুল টাকা খরচ করছে আর অন্যদিকে নরখাদকের মত সাধারণ সনাতনী খেটে খাওয়া মানুষের হকের টাকা মেরে খাওয়া হচ্ছে । ভারতের প্রাচীনতম রাজনৈতিক দল অখিল ভারত হিন্দু মহাসভা এই নরখাদকদের ক্ষমা করবে না ।