পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ajoy Chakrabarty on Sandhya Mukherjee-Bappi Lahiri : 'তাঁরা যেন সঙ্গীতলোকেই থাকেন, তাঁদের বিসর্জন হোক মনোগঙ্গায়' - Ajoy Chakrabarty on Sandhya Mukherjee and Bappi Lahiri

তাঁরা সঙ্গীতলোকেই যেন থাকেন ৷ তাঁদের বিসর্জন হোক মনোগঙ্গায় ৷ যাতে চিককাল মনের মধ্যেই থেকে যেতে পারেন ৷ সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাপ্পি লাহিড়ীতে নিয়ে আবেগের সুর অজয় চক্রবর্তীর গলায় (Ajoy Chakrabarty on Sandhya Mukherjee and Bappi Lahiri) ৷

Bappi Lahiri and Sandhya Mukhopadhyay
'তাঁরা যেন সঙ্গীতলোকেই থাকেন, তাঁদের বিসর্জন হোক মনোগঙ্গায়'

By

Published : Feb 16, 2022, 11:02 AM IST

Updated : Feb 16, 2022, 1:48 PM IST

অজয় চক্রবর্তী

শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী

ফেব্রুয়ারি মাসটা কাটলে বাঁচি ৷ এই মাসটায় আমাদের সূর্য, চন্দ্র, নক্ষত্র সবাই চলে যাচ্ছেন ৷ লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, আর এ বার বাপ্পি লাহিড়ী ৷ একে একে চলে গেলেন ৷ একটা অন্ধকার সময় এসেছে ৷ আমি খুব আশাবাদী মানুষ ৷ ওঁদের সম্পর্কে শোকপ্রকাশ করার থেকে ওঁদের নিয়ে আলোচনা করা, ওঁদের নিয়ে গানবাজনা মানুষকে শোনানো আরও বেশি দরকার ৷ ওঁরা চলে গিয়েছেন ৷ কেঁদে কী লাভ ! ওঁরা আমাদের (Ajay Chakraborty on Sandhya Mukherjee and Bappi Lahiri) জন্য আসেননি ৷ আমাদের ইচ্ছাতেও ওঁদের যাওয়া ছিল না ৷ তবে এটা বাস্তব ৷ কাল আমাকেও যেতে হবে ৷ এতে আমাদের হাত নেই ৷

শুধু একটাই কথা বলব ৷ বারবার তাঁদের গানগুলি যেন আমাদের কানে বাজে ৷ যাঁরা শোনেননি, তাঁরা যাতে বোঝেন, কী মিস করেছেন ৷ লতাজি সম্পর্কে যেমন অনেক উদাহরণ সব জায়গায় পাওয়া যায় ৷ সন্ধ্যাদির সম্পর্কেও পাওয়া যায় ৷ তবে গত কয়েকদিন ধরেই সন্ধ্যাদি (Sandhya Mukhopadhyay passes away) নিয়মিত অনুষ্ঠান করছিলেন না ৷ তিনি পর্দার আড়ালেই থাকতেন ৷ কিন্তু যে সময়ে তিনি ছিলেন, সে সময় একদম সূর্যের মতো ছিলেন ৷

আরও পড়ুন:Bappi Lahiri Passes Away : প্রয়াত ডিস্কো কিং বাপ্পি লাহিড়ী

বাপ্পি লাহিড়ীর (Bappi Lahiri passes away) সঙ্গে বিমানে কয়েকবার দেখা হয়েছে ৷ আমাকে তিনি যেতে বলেছিলেন ৷ তাঁর বাবা অপরেশ লাহিড়ীর বিষয়ে আলোচনা করার জন্য ৷ গত মাসখানেক আগে আমি তাঁকে ফোন করি ৷ বলি, আমার বম্বে যাওয়ার কথা হচ্ছে ৷ বছর দুয়েক তো যাতায়াত করতে পারিনি ৷ তিনি বলেন, আপনি এ বার এসে আমার বাড়িতে একদিন থাকবেন ৷ আমরা জমিয়ে কথাবার্তা বলব ৷ মিউজিক নিয়ে কী করা যায়, সেটা আলোচনা করব ৷ তারপর ওমিক্রন এল, আবার বিমান বন্ধ হয়ে গেল ৷ আর যাওয়া হল কই !

আরও পড়ুন:Sandhya Mukhopadhyay Demise : কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে...

মৃত্যুর কোনও ব্যাখ্যা নেই ৷ চলে যাওয়াটা বাস্তব ৷ নেগেটিভ কথা বাদ দিয়ে, আমাদের ভাবতে হবে তাঁরা কোথাও যাবেন না ৷ তাঁদের কর্ম থেকে যাবে, গান থেকে যাবে ৷ তাঁদের আত্মার শান্তিকামনা করি ৷ অন্য কোথাও না গিয়ে যেন তাঁরা সঙ্গীতলোকেই থাকেন ৷ প্রতিমার তো গঙ্গায় বিসর্জন হয়, কিন্তু তাঁদের যেন মনোগঙ্গায় বিসর্জন হয় ৷ চিরকাল তাঁরা যেন আমাদের মনেই থেকে যান (Ajoy Chakrabarty pays tribute to Bappi Lahiri and Sandhya Mukhopadhyay)৷

Last Updated : Feb 16, 2022, 1:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details