কলকাতা, 26 জানুয়ারি : পদ্মভূষণ সম্মানে সম্মানিত হলেন সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী । আজ 141 জনের নাম পদ্ম সম্মানের জন্য ঘোষণা করা হয় । যার মধ্যে রয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তীর নামও । এর আগে 11 সালে পদ্মশ্রী সম্মান পান এই সংগীতশিল্পী ।
পদ্মভূষণ পাওয়ার খবর শোনার পর পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, "এসবই আমার গুরুদের প্রাপ্য ।" পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের কাছে প্রার্থনা করেন তাঁরা যেন প্রতিমুহূর্তে তাঁর পাশে থাকেন । তাঁর কথায়, "মানুষের ভালোবাসাই আমার প্রাপ্তি ।"
রাজ্য-দেশের গণ্ডি পেরিয়ে শাস্ত্রীয় সংগীতের ঘরানাকে বিদেশের মাটিতে জনপ্রিয় করার অন্যতম কারিগর পণ্ডিত অজয় চক্রবর্তী । ইন্দোর-দিল্লি-জয়পুর-আগ্রা এমনকি দক্ষিণ ভারতীয় ঘরানার শাস্ত্রীয় সংগীতেও তাঁর পাণ্ডিত্য রয়েছে ।
বাড়িতেই শুরু হয়েছিল ছোট ছেলেটার গান শেখার প্রথম পাঠ । বাবা অজিতকুমার চক্রবর্তী ছিলেন তার প্রথম গুরু । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর পাশের পর সমাজের সকল শ্রেণির মানুষের কাছে তাঁর গান প্রশংসা কুড়িয়েছে । শুধু নিজের গান গাওয়াই নয় নিয়মিত ছোটোদের প্রশিক্ষণও দিতেন তিনি । সেই উদ্দেশে তৈরি করেছেন শ্রুতিনন্দন নামে একটি প্রতিষ্ঠান ।
67 বছর বয়সের এই মানুষটি শুধু পদ্ম সম্মান পেয়েছেন তাই নয়, তাঁর ঝুলিতে রয়েছে আরও অনেক পুরস্কার । পেয়েছেন সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার । পেয়েছেন সেরা কণ্ঠ শিল্পীর জাতীয় পুরস্কার । দেশের পাশাপাশি বিদেশ থেকেও বহু সম্মান তাঁর মুকুটে একের পর এক পালক যোগ করেছে । আজ পদ্মভূষণের স্বীকৃতি পণ্ডিত অজয় চক্রবর্তীর মুকুটে নতুন এক পালক যোগ করল ।