কলকাতা, 23 মার্চ : তাদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া ইউনাইটেড ট্রেড ইউনিয়ন সেন্টার । কোরোনা ভাইরাস সংক্রমণের জেরে ইতিমধ্যেই কাজ হারিয়েছেন অনেকে । তাদের খাদ্যসামগ্রী ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস বিনামূল্যে সরবরাহের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে তারা ৷
আট দফা দাবি নিয়ে AIUTUC-র রাজ্য সম্পাদক অশোক দাস আজ শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন । যুদ্ধকালীন তৎপরতায় শ্রমিকদের রক্ষা করার আবেদন জানানো হয়েছে চিঠিতে ।