কলকাতা, 25 এপ্রিল : সামাজিক যোগাযোগ মাধ্যমে কদর্য আক্রমণের শিকার বামেদের তিন তরুণ মহিলা তুর্কি ৷ অভিযুক্তের নামে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে দায়ের হল অভিযোগ ৷ অভিযোগ করলেন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ (Aishe Ghosh complaints to KP cyber crime after receiving obscene comments on social media) ৷ ঐশী ছাড়া সাইবার আক্রমণের শিকার ভারতের ছাত্র ফেডারেশনের যুগ্ম সম্পাদিকা দীপ্সিতা ধর এবং ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায়ও ৷
রবিবার রাতে ই-মেলে লালবাজারে দায়ের করা অভিযোগের স্ক্রিন শট সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে ঘটনা সম্পর্কে অবগত করেন ঐশী ঘোষ ৷ ই-মেলের সত্যতা স্বীকার করে লালবাজার জানিয়েছে, গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্ত করছে ইতিমধ্যেই । ঐশী, দীপ্সিতা, মীনাক্ষীদের বিরুদ্ধে ফেসবুকে সাম্প্রতিক সময়ে বেশ সরব নেটাগরিকদের একাংশ ৷ তাদেরই একজন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সার্থক দাস সম্প্রতি তিন বাম নেত্রীর বিরুদ্ধে কুমন্তব্য করেন কোনও একটি পোস্টে ৷ তার ভিত্তিতেই এই অভিযোগ ৷