পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Students Arrested : বিকাশ ভবন অভিযানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ - বিকাশ ভবন

মিছিল আটকাতে আগে থেকেই ব্যারিকেড করে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ব্যারিকেড ভেঙে বিকাশ ভবনের সামনে এগোতে গেলে বাম ছাত্র সমর্থকদের সঙ্গে খণ্ডযুদ্ধ হয় পুলিশের ৷ ছাত্রছাত্রীদের আটক করে গাড়িতে তোলা হয় ৷

Students Arrested
বিকাশ ভবন অভিযানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ

By

Published : Oct 4, 2021, 10:03 PM IST

কলকাতা, 4 অক্টোবর : করোনার জেরে দীর্ঘদিন বন্ধ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলা-সহ 9 দফা দাবিতে বিকাশ ভবন অভিযান অল ইন্ডিয়া স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের ৷ বিধান নগর মিউনিসিপাল স্কুলের সামনে থেকে সল্টলেক ময়ূখ ভবনের কাছে আসতেই মিছিল আটকে দেয় বিধাননগর পুলিশ। এর পরই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে ৷ বেশ কিছু এআইএসএ সমর্থককে আটক করে পুলিশ ৷

এআইএসএ (AISA)-এর ডাকে সাড়া দিয়ে সোমবার মিছিলে যোগ দেন বহু ছাত্রছাত্রী ৷ তারা মিছিল করে বিধাননগর মিউনিসিপাল স্কুলের সামনে থেকে সল্টলেক ময়ূখ ভবনের কাছে আসতেই তা আটকে দেয় পুলিশ। আগে থেকেই ব্যারিকেড করে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। কিন্তু মিছিলে থাকা ছাত্রছাত্রীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ৷ পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা ধারণ করে। এরপরই বিক্ষোভকারীদের আটক করে গাড়িতে তোলে বিধাননগর পুলিশ।

বিকাশ ভবন অভিযানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ

আরও পড়ুন : কলেজ খোলার দাবিতে প্রেসিডেন্সির পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ

বিক্ষোভকারীদের মূল দাবি ছিল, প্রায় দুই বছর ধরে বন্ধ স্কুল-কলেজ ও ক্যাম্পাসগুলি খোলা। অনলাইনে পঠনপাঠনের ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে। এআইএসএ -র তরফে রুদ্র প্রসাদ দাস বলেন, "আমরা দীঘ দিন ধরেই ক্যাম্পাস খোলার দাবি জানিয়ে আসছি। পুজোর পরে স্কুল-কলেজ খোলা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ৷ তবে তিনি তাঁর কটা কথা রেখেছেন। আনলক ফেজে প্রায় সবকিছুই খুলে গিয়েছে কিন্তু এখনও শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। ছাত্র-ছাত্রীদের থেকে শিক্ষার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে ৷ তারই দাবিতে আজ আমাদের এই মিছিল।"

ABOUT THE AUTHOR

...view details