কলকাতা, 25 এপ্রিল : কোরোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র দেশ । এই সময় মানুষের প্রয়োজনীয় বিষয়গুলির প্রতি নজর না দিয়ে ছাত্র আন্দোলনের কর্মীদের কণ্ঠকে স্তব্ধ করার দিকে নজর দিয়েছে কেন্দ্রীয় সরকার । আজ এই অভিযোগ করেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি নীলাশিস বসু ।
তিনি বলেন, " কেন্দ্রীয় সরকার গণ আন্দোলনের কর্মী, ছাত্র আন্দোলনের কর্মীদের কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা চালাচ্ছে । আনন্দ গৌতম নভলখা, উমর খালিদদের বিরুদ্ধে UAPA'র মত কালা আইন কার্যকর করা হয়েছে । জামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাফুরার বিরুদ্ধেও UAPA তে পরোয়ানা জারি করা হয়েছে । গ্রেপ্তার করা হয়েছে সাফুরাকে । সাফুরা 3 মাসের অন্তঃস্বত্ত্বা ৷ "
অপরিকল্পিত লকডাউনের মধ্যে মানুষের জন্য পর্যাপ্ত খাদ্য সরবরাহ করা হচ্ছে না ৷ নেই সঠিক চিকিৎসা ব্যবস্থা ৷ ডাক্তারদের জন্য নেই পর্যাপ্ত PPE ৷ হাজার হাজার পরিযায়ী শ্রমিকরা জীবন-মৃত্যুর মাঝে ৷ এই অবস্থায় মানুষের প্রয়োজনীয় বিষয়গুলির দিকে নজর না দিয়ে কেন্দ্রীয় সরকার চেষ্টা চালাচ্ছে ছাত্র আন্দোলনকে স্তব্ধ করার । AISA-এর অভিযোগ, লকডাউনের সুযোগ নিয়ে মোদি সরকার ফ্যাসিস্ত উদ্দেশ্যকে সফল করতে বদ্ধপরিকর । তাই এর বিরুদ্ধে শারীরিক দূরত্ব বজায় রেখেও জনগণের বেঁচে থাকার দাবি এবং দেশকে বাঁচানোর লড়াইয়েও অবিরাম সক্রিয় থাকবে তারা ।
AISA সহ দেশের 200 টির বেশি সংগঠন আজ দেশ জুড়ে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রতিবাদে শামিল হয় । কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আজ শহরেও প্রতিবাদ দেখায় ছাত্ররা । রাজ্যের সমস্ত জেলাতেও প্রতিবাদ বিক্ষোভ দেখানো হয় । AISA - র রাজ্য সভাপতি নীলাশিস বসু বলেন, " লকডাউনের মধ্যে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ বন্ধ করতে হবে । UAPA প্রত্যাহার করতে হবে । কোরোনা ভাইরাসের মোকাবিলায় কেন্দ্রীয় সরকারকে আরও সক্রিয় হতে হবে । এছাড়াও আরও 14 টি দাবি রয়েছে । "