কলকাতা, 8 ডিসেম্বর: ডিসেম্বর মাসে ঠান্ডার বদলে টানা বৃষ্টিতে আমজনতার মধ্যে তৈরি হয়েছিল তীব্র বিরক্তি। সোশাল মিডিয়ায় এসব নিয়ে নানা মিমও হয়েছে। কিন্তু এই অকাল বৃষ্টির জেরে একেবারেই নেমে গিয়েছে বায়ু দূষণের চোখ রাঙানি। গাছের পাতা হয়েছে ধুলো মুক্ত সবুজ। বাতাসে বেড়েছে অক্সিজেনের মাত্রাও। হাতে গোনা কটা দিন প্রাণ খুলে শ্বাস নিতে পেরেছেন নগরবাসী।
শীত পড়লেই পাল্লা দিয়ে বাড়তে থাকে বায়ু দূষণের প্রভাবও। ভারতের বায়ুদূষণের নিরিখে দিল্লির পর অন্যতম দূষীত শহর হিসেবে নাম উঠে এসেছে কলকাতারও। দূষণের জেরে এই সময় ব্যাপক ভাবে বেড়ে যায় শ্বাস কষ্ট বা ফুসফুসের সংক্রমণও। আরও নানা ধরনের অসুখের বাড়বাড়ন্তও হয় এই সময়। তবে মিলেছে খানিকটা স্বস্তি। রাজ্য দূষণ পর্ষদের প্রযুক্তির তথ্য অনুসারে চলতি মাসের 4 তারিখ রবীন্দ্র সরোবরে বায়ুর গুণমান সূচক ছিল 146, ভিক্টোরিয়া মেমোরিয়াল ছিল 210, বিধাননগর ছিল 159, বালিগঞ্জ ছিল 202। দুপুর-বিকালে সেগুলো আরও উপরের দিকে ওঠে। তবে অন্ধ্রপ্রদেশের উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণি ঝড় মিগজাউম। আর তার সরাসরি প্রভাব বঙ্গে না থাকলেও পরোক্ষ প্রভাবে নিম্নচাপের বৃষ্টি চলে তিন দিন টানা।