কলকাতা, 19 নভেম্বর:গ্যাসের দাম বৃদ্ধির কাঁটায় দোকানে ফিরেছে উনুন । শহরের বাতাসে দূষণের মাত্রা কমাতে উনুন জ্বালানোয় নিয়ন্ত্রণ আনার পদক্ষেপ নিয়েছিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কলকাতার উত্তর থেকে দক্ষিণে ছোট ছোট খাবার বিক্রেতাদের দোকানে উনুনের পরিবর্তে বিনামূল্যে গ্যাস ওভেন দেওয়া হয়েছিল জ্বালানোর জন্য। জামা-কাপড় ইস্ত্রি করেন এমন দোকানদারদের বৈদ্যুতিক আয়রন দেওয়া হয়েছিল। যাতে উনুনের কালো ধোঁয়া বাতাসে না-মেশে । বাতাসে কার্বনকণার মাত্রা বৃদ্ধি না-হয় ।
আরও পড়ুন: পরিবেশ দূষণ ঠেকাতে কী করছে কলকাতা ? আন্তর্জাতিক মঞ্চে জানালেন দেবাশিস কুমার
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কলকাতায় পুলিশের সাহায্যে কয়েক দফায় সমীক্ষা চালিয়ে বেশ কিছু খাবারের দোকান, ছোট হোটেল, ইস্ত্রির দোকান চিহ্নিত করা হয়। কলকাতা কর্পোরেশনের সহায়তায় রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গ্যাস ওভেন, সিলিন্ডার এবং বৈদ্যুতিক আয়রন দেন । প্রায় 2600-2800টি গ্যাস ওভেন ও সিলিন্ডার দেওয়া হয় বিনামূল্যে । 600-800 জনকে বৈদ্যুতিক আয়রন দেওয়া । 2019 সালে কয়েক দফায় এই পদক্ষেপ নিয়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। বর্তমানে দক্ষিণ কলকাতার ছোট ছোট হোটেলগুলিতে গ্যাসের ব্যাবহার হলেও, উত্তর কলকাতায় আবারও উনুন ব্যবহার শুরু হয়েছে ৷ বিশেষত কেশবচন্দ্র সেন স্ট্রিট, সেন্ট্রাল এভিনিউ, বিধান সরণী, চিড়িয়ামোড় সব জায়গায় একই ছবি ।