কলকাতা, 13 নভেম্বর : সদ্যসমাপ্ত বিহার নির্বাচনে বহু কেন্দ্রে ভোট কেটে মহাজোটের যাত্রাভঙ্গ করেছে আসাউদ্দিন ওয়াসির মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) । বিহার নির্বাচনে ফলাফল ঘোষণার পর রাজনৈতিক মহলের অনেকেই বলছেন যে আসলে সংখ্যালঘু ভোট ভাগ করে BJP-র সুবিধা করার জন্যই আসরে নেমেছেন AIMIM। সামনের বছর বাংলার ভোট এবং অনেকেরই আশঙ্কা যে এখানেও বহু জেলায় সংখ্যালঘু ভোট ভাগ করে BJP-র পথ মসৃণ করবে ওয়াইসি দল । এরকমই জটিল পরিস্থিতিতে " বাংলায় BJP-কে রুখতে" আসন্ন নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বধীন তৃণমূল কংগ্রেসকে খোলাখুলি জোটের আহ্বান জানাল AIMIM নেতৃত্ববৃন্দ ।
ETV ভারতকে একান্ত এলাপচারিতায় AIMIM-র জাতীয় মুখপাত্র এবং দলের পশ্চিমবঙ্গ পর্যবেক্ষক, আসিম ওয়াকার জানান, ‘‘শুধুমাত্র BJP-কে রোখার জন্য আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জোটের আহ্বান জানাচ্ছে AIMIM। 2019 লোকসভা নির্বাচনের ফলাফলে এটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস একক শক্তিতে কিছুতেই ঠেকাতে পারবে না BJP-কে । তাই আমাদের নেতা আসাউদ্দিন ওয়াইসি চান যে আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করতে । এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক করতে হবে তিনি কী চান । উনি জোটে রাজি হলে খুব ভালো । নয়ত আমরা নিজের মতো লড়বো । পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রার্থী দেবার ইচ্ছা আছে আমাদের । ঠিক কোথায় কোথায় এবং কত প্রার্থী আমরা দেব সেটা ঠিক হবে খুবই তাড়াতাড়ি ৷ "
তৃণমূল নেতৃত্ব অবশ্য এই জোটের আহ্বান নিয়ে একেবারে মুখে কুলুপ এঁটেছেন । রাজ্য বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক, তাপস রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘যেহেতু এই জোটের ব্যাপারটা খুবই স্পর্শকাতর ইশু ৷ তাই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার বা কোনও কিছু বলবার অধিকার একমাত্র মুখ্যমন্ত্রীর ৷"
একই বক্তব্য রাজ্যের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের । "এটা খুবই গুরুত্বপূর্ণ এবং গুরুতর ব্যাপার । তাই এই ব্যাপারে যা বলার মুখ্যমন্ত্রী ছাড়া অন্য কেউ বলবেন না ৷" তবে একই সঙ্গে তিনি বলেন যে বাংলাতে যত প্রকল্প হয়েছে তাতে সব ধর্মের মানুষই উপকৃত হয়েছে । শোভনদেববাবু আরও বলেন, "বাংলার রাজনীতি সচেতন মানুষ চিরকালই ভোট দেন কাজের নিরিখে । আগামী বছরও তাঁরা তাই দেবেন আশা করি । তাই আমি মনে করি না যে আসাউদ্দিন ওয়াসির দল কোনও বিশেষ প্রভাব ফেলতে পারবে ৷"