কলকাতা, 10 ডিসেম্বর : আবারও "মিম"-এর সংগঠনে ভাঙন ধরাল তৃণমূল কংগ্রেস । আজ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের হাত ধরে মিমের পশ্চিমবঙ্গ যুব সংগঠনের সভাপতি সহ বহু সদস্য তৃণমূলে যোগদান করেন । তপসিয়ার তৃণমূল ভবনে মিমের সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফিরহাদ হাকিম ।
মিমের রাজ্য যুব সংগঠনে ভাঙন ধরাল তৃণমূল
মিমের রাজ্য যুব সভাপতি মহম্মদ শফিউল্লাহ খান সহ প্রায় 30 জন সদস্য তৃণমূলে যোগদান করেন । তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন ফিরহাদ হাকিম ।
2021- এর রাজ্য বিধানসভা নির্বাচনে আসাউদ্দিন ওয়েইসির দল "মিম" প্রার্থী দেবে বলে জল্পনা চলছে । "মিম" প্রার্থী দিলে তৃণমূলের একচ্ছত্র আধিপত্য থাকা সংখ্যালঘু ভোট ভাগ হতে পারে বলে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে । যাকে কেন্দ্র করে রীতিমতো চাপের মধ্যে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস । কিছুদিন আগে মিমের বেশকিছু সদস্য তৃণমূলে যোগদান করছিলেন । আজ আবারও এক ঝাঁক সদস্যকে যোগদান করাল তৃণমূল । মিমের রাজ্য যুব সভাপতি মহম্মদ শফিউল্লাহ খান সহ প্রায় 30 জন সদস্য তৃণমূলে যোগদান করেন । তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নেন ফিরহাদ হাকিম ।
মিমের রাজ্য যুব সভাপতি যোগদান করার পর বলেন, "যেকোনওভাবে বিজেপিকে আটকানোই আমাদের মূল লক্ষ্য । আমরা ভোট ভাগ হতে দেব না ।" সদস্যদের সঙ্গে নিয়ে একের পর এক মিম নেতারা যেভাবে তৃণমূলে যোগ দিচ্ছে তাতে করে এ রাজ্যে মিমের শক্তি অনেকটাই দুর্বল হল বলে মনে করছে ওয়াকিবহাল মহল ।