কলকাতা, 20 মে : হাইকোর্টের শুনানি পর্ব শেষ না হওয়ায় ফের বুধবার রাতে প্রেসিডেন্সি সংশোধনাগারে থাকতে হল ফিরহাদ হাকিমকে । পাশাপাশি সিবিআই হেফাজতে থাকা মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় এবং সুব্রত মুখোপাধ্যায় থাকলেন এসএসকেএমের উডর্বান ওয়ার্ডে । জানা গিয়েছে, চার জনের মেডিকেল রিপোর্ট এইমসের চিকিৎসকরা তলব করতে পারেন । ফলে সেই মতো রিপোর্ট বানাচ্ছেন এসএসকেএম হাসপাতালে চিকিৎসকরা ।
প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে ফিরহাদ হাকিম জ্বর এবং পেট ব্যথা অনুভব করেন । তাঁর করোনা পরীক্ষা আগেই হয়েছে । রিপোর্ট নেগেটিভ আসায় কিছুটা নিশ্চিন্ত জেল কর্তৃপক্ষ ৷ এ দিন সকাল সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠে ফিরহাদ সামান্য হাঁটাহাঁটি করেন । এরপর প্রাতঃরাশ সেরে ওষুধ খান ৷ তার পর তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয় ৷