পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

AIDSO March in Kolkata: 'শিক্ষানীতি বাস্তবায়নে কেন্দ্রের হয়ে কাজ করছে রাজ্য', বিক্ষোভে গণতান্ত্রিক ছাত্র সংগঠন - rally in Kolkata

শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি-2020 বাতিল, পিপিপি মডেল প্রত্যাহার, অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ, দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আনিস খান ও বাগুইআটিতে জোড়া খুনে অভিযুক্তদের শাস্তির দাবিতে মিছিল করল এআইডিএসও (AIDSO Rally) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 15, 2022, 6:31 PM IST

কলকাতা, 15 সেপ্টেম্বর: 1 সেপ্টেম্বর সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠনের 'ছাত্র শহিদ দিবস' উপলক্ষ্যে 14 সেপ্টেম্বর এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল কলকাতায় । মূলত, শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি-2020 বাতিল, পিপিপি মডেল প্রত্যাহার, অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ, দুর্নীতিগ্রস্ত নেতা-মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আনিশ খান ও বাগুইআটিতে জোড়া খুনে অভিযুক্তদের শাস্তির দাবিতে এই সমাবেশ । চা-বাগান, জঙ্গলমহল, সুন্দরবন-সহ প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এতে । গবেষণা, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং-সহ শিক্ষার সকল ক্ষেত্র ও সব জেলা থেকে বহু ছাত্রছাত্রী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে (AIDSO conducts rally in Kolkata) ।

কলেজ স্ট্রিটে সমাবেশ মঞ্চে সভাপতিত্ব করেন এআইডিএসওর সভাপতি কমরেড সামসুল আলম । বক্তব্য রাখেন এআইডিএসও-র ঝাড়খণ্ড রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সমর মাহাত ও রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়েক। গণতান্ত্রিক ছাত্র সংগঠনের মিছিল কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়ে রানি রাসমণি রোডে শেষ হয় । মিছিল শেষে বক্তব্য রাখেন এআইডিএসওর রাজ্য সভাপতি কমরেড সামসুল আলম ।

আরও পড়ুন: মতুয়া স্মরণে বাম ছাত্র সংগঠন এসএফআই

রাজ্য সম্পাদক কমরেড মণিশংকর পট্টনায়েক বলেন, "এই আন্দোলন লাগাতার চলবে । কেন্দ্রের বিজেপি সরকারের সর্বনাশা জাতীয় শিক্ষানীতি 2020, এ রাজ্যে তাকে ঘুরপথে প্রয়োগের পরিকল্পনা, গণতান্ত্রিক আন্দোলনের উপর স্বৈরাচারের বিরুদ্ধে এই আন্দোলন ।"

এআইডিএসও এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল

তিনি ছাত্র সমাজের কাছে আহ্বান জানিয়ে বলেন, "গণতান্ত্রিক ছাত্র আন্দোলন ছাড়া এই আক্রমণ রুখে দেওয়া সম্ভব নয় । কেবল ক্ষমতার অদলবদল করে এই সংকটের সমাধান সম্ভব নয় । আন্দোলন করে তুলতে ক্ষমতার বদলাবদলির সুবিধাবাদী আবর্ত নয়, চাই সংগ্রামী বামপন্থী ছাত্র আন্দোলন । এআইডিএসও-র নেতৃত্বে দেশজুড়ে জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে যে স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে আগামী 28 সেপ্টেম্বর তার সমাপনী সমাবেশ হবে কলকাতায় । এই সমাবেশ থেকে রাজ্যপালের কাছে স্মারকলিপি প্রদান করা হবে । আগামীর সমস্ত ন্যায়সঙ্গত আন্দোলনে প্রতিবাদী ৷"

ABOUT THE AUTHOR

...view details