কলকাতা, 15 সেপ্টেম্বর: 1 সেপ্টেম্বর সর্বভারতীয় গণতান্ত্রিক ছাত্র সংগঠনের 'ছাত্র শহিদ দিবস' উপলক্ষ্যে 14 সেপ্টেম্বর এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির আহ্বানে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল কলকাতায় । মূলত, শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি-2020 বাতিল, পিপিপি মডেল প্রত্যাহার, অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ, দুর্নীতিগ্রস্ত নেতা-মন্ত্রীদের দৃষ্টান্তমূলক শাস্তি, আনিশ খান ও বাগুইআটিতে জোড়া খুনে অভিযুক্তদের শাস্তির দাবিতে এই সমাবেশ । চা-বাগান, জঙ্গলমহল, সুন্দরবন-সহ প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন এতে । গবেষণা, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং-সহ শিক্ষার সকল ক্ষেত্র ও সব জেলা থেকে বহু ছাত্রছাত্রী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে (AIDSO conducts rally in Kolkata) ।
কলেজ স্ট্রিটে সমাবেশ মঞ্চে সভাপতিত্ব করেন এআইডিএসওর সভাপতি কমরেড সামসুল আলম । বক্তব্য রাখেন এআইডিএসও-র ঝাড়খণ্ড রাজ্য সভাপতি ও সর্বভারতীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড সমর মাহাত ও রাজ্য সম্পাদক কমরেড মণিশঙ্কর পট্টনায়েক। গণতান্ত্রিক ছাত্র সংগঠনের মিছিল কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়ে রানি রাসমণি রোডে শেষ হয় । মিছিল শেষে বক্তব্য রাখেন এআইডিএসওর রাজ্য সভাপতি কমরেড সামসুল আলম ।