কলকাতা, 2 মার্চ: কলকাতা-সহ রাজ্যের প্রায় সব জেলাতেই অসংখ্য সরকারি স্কুল বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে ! সব মিলিয়ে রাজ্য়ের অন্তত 8 হাজার 207টি স্কুল এই তালিকায় রয়েছে বলে অভিযোগ ! এরই প্রতিবাদে এবার আন্দোলনে নামছে ডিএসও ৷ আগামী 10 মার্চ, শুক্রবার রাজ্যজুড়ে ছাত্র ধর্মঘট (Student Strike in West Bengal) পালন করবে তারা ৷ সেই কর্মসূচির মঞ্চ থেকে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের শূন্যপদগুলিতে দুর্নীতিমুক্তভাবে শিক্ষক নিয়োগ, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির পরিকাঠামো উন্নয়ন ও জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবি জানানো হবে ৷ ডিএসওর এই কর্মসূচিতে সায় রয়েছে বাম ছাত্র সংগঠন এসএফআইয়েরও ৷
এসএফআইয়ের পশ্চিমবঙ্গ শাখার অভিযোগ, কেন্দ্রের নয়া শিক্ষানীতি এবং পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব পিপিপি মডেলের জোড়া খাঁড়ায় এবছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্য়া কমেছে 4 লক্ষেরও বেশি ৷ 2022 সালে যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 10 লক্ষ 98 হাজার 775, এবার সেই সংখ্য়াটিই কমে হয় 6 লক্ষ 98 হাজার 928 ৷ শিক্ষায় বেসরকারি পুঁজির অবাধ প্রবেশের রাস্তা প্রশস্থ করতে এবং কোভিডকালে কেন্দ্র ও রাজ্য সরকারের ব্যর্থতার জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি বাম ছাত্র ও যুব সংগঠনগুলির ৷ তাদের মতে, সরকারের ব্যর্থতা ও চক্রান্তেই সরকারি স্কুলে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে ৷ স্কুলছাড়াদের স্কুলে ফেরাতে কোনও উদ্যোগও নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ৷ যার ফলে 8 হাজার 207টি স্কুল বন্ধ হওয়ার মুখে !