কলকাতা, 13 নভেম্বর:সাগর দত্ত মেডিক্যাল কলেজ-সহ রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে তৃণমূল ছাত্র পরিষদের তোলাবাজির বিরুদ্ধে সরব এআইডিএসও (AIDSO Agitation Against TMCP)৷ প্রতিবাদে গতকালের পর আজও রাজ্যজুড়ে ধিক্কার মিছিল করছে এআইডিএসও(All India Democratic Student Organization) ৷ এসএসসি-টেট চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবিতে যে আন্দোলন চলছে তার উপর পুলিশি আক্রমণের প্রতিবাদ করেছে এআইডিএস (AIDSO)।
এ সব নিয়েই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্য জুড়ে ধিক্কার দিবসের ডাক দেওয়া হয়। এই কর্মসূচিকে সামনে রেখে শনিবার বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বেরিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সামনে অবরোধ করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এই প্রতিবাদ সভায় এআইডিএসও-র রাজ্য সহ-সভাপতি চন্দন সাঁতরা বলেন, "রাজ্যজুড়ে এমবিবিএস এবং বিডিএস-এর প্রথম বর্ষের অ্যাডমিশন শুরু থেকেই আমরা দেখতে পাচ্ছি কর্তৃপক্ষর মদতে তৃণমূল ছাত্র পরিষদেরর নেতাকর্মীরা সমস্ত অ্যাডমিশন প্রক্রিয়াকে কুক্ষিগত করেছেন ৷ এমনকী জুলুমবাজি ও অনিয়ম করেছেন ৷ সাগর দত্ত মেডিক্যাল কলেজে প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছ থেকে 3হাজার টাকার না বিনিময়ে অ্যাডমিশন ফর্ম বিলির অভিযোগ করেন । এর প্রতিবাদে এআইডিএসও AIDSO'র নেতৃত্বে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে এদিনের ধিক্কার মিছিলের ডাক দিয়েছে ৷’’