কলকাতা, 24 অগস্ট: রাষ্ট্রীয় পরিবহণ শিল্পের একাধিক অনিয়ম নিয়ে সরব বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এআইসিসিটিইউ (All India Central Council of Trade Unions)-এর পরিবহণ শ্রমিক সংগঠন । নেতা-মন্ত্রী-আমলাদের দুর্নীতিতে সিআইডি তদন্ত ও কর্তৃপক্ষের শ্রম আইন বিরোধী কর্মকাণ্ড বন্ধের দাবি জানিয়ে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়েকে চিঠি দেয় সংগঠন ।
পরিবহণ ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে বুধবার ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশে সংগঠনের পক্ষ থেকে সভা করা হয় । তাদের অভিযোগ, শুভেন্দু অধিকারী পরিবহণ মন্ত্রী থাকাকালীন ট্রাম কোম্পানির প্রায় সাড়ে চারশো কাঠা জমি আড়াইশো কোটি টাকায় বিক্রি করে দেওয়া হয় । আর সেই অর্থের কোনও হদিশ মেলেনি ।
এআইসিসিটিইউ-এর রাজ্য সম্পাদক দিবাকর ভট্টাচার্য বলেন, "কথা ছিল যে জমি বিক্রির অর্থ এই আড়াইশো কোটি টাকা পরিবহণ শিল্পের উন্নয়নের খাতেই ব্যবহার করা হবে । কিন্তু তেমনটা হয়নি । সেই টাকা তবে কোন খাতে ব্যবহার করা হল তা নিয়ে অস্বচ্ছতা রয়েছে । তাই এই জমি হস্তান্তর এবং টাকা লেনদেনে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে আমরা মনে করছি । এ বিষয়ে সিআইডি দিয়ে তদন্ত করতে হবে ।"