কলকাতা, 6 ফেব্রুয়ারি: হিন্ডেনবার্গের রিপোর্ট (Hindenburg Report) সামনে আসার পর আদানির শেয়ার পতন কাণ্ডের তথ্য দেশের প্রতিটি মানুষের কাছে তুলে ধরতে চায় কংগ্রেস (Congress) । এই নিয়ে ইতিমধ্যে রাহুল গান্ধি (Rahul Gandhi)-সহ কংগ্রেসের জাতীয়স্তরের নেতারা বিজেপিকে তোপ দাগছেন ৷ একই ভাবে গ্রামীণ ভারতের কাছেও সেই তথ্য তুলে ধরতে উদ্যোগী হয়েছেন তাঁরা । মূলত, মাত্র কয়েক বছরে শিল্পপতি গৌতম আদানির (Gautam Adani) বিপুল পরিমাণ সম্পদ বৃদ্ধিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ও তাঁর সরকারের ভূমিকার কথা তুলে ধরার কথা বলা হচ্ছে ।
সূত্রের খবর, সম্প্রতি এআইসিসি দেশের প্রতিটি প্রদেশ কংগ্রেস কমিটিকে চিঠি দিয়ে এই ঘটনার বিরুদ্ধে বিক্ষোভ, সভা, সমাবেশ আয়োজনের নির্দেশ দিয়েছে । রাজ্য, জেলা, ব্লক থেকে বুথস্তরের মানুষের কাছে পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়েছে । নির্দেশে বলা হয়েছে, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি (LIC) ও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI) অফিসের সামনে আজ সোমবার জেলাস্তরে প্রতিবাদ সভা-সমাবেশ করতে হবে । একই ভাবে তা ধাপে ধাপে বুথস্তরে পৌঁছনোর বার্তা দেওয়া হয়েছে ।
প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে পাঠানোর দিল্লির চিঠিতে কংগ্রেসের অভিযোগ, সাধারণ মানুষের কষ্টার্জিত সঞ্চয়ের মূল্য ঘনিষ্ঠ বন্ধুদের ও নির্বাচিত বিলিয়নিয়ারদের উপকার করার জন্য মোদি সরকারের (Modi Government) নীতিগুলি নিয়ে সমগ্র জাতি, বিশেষ করে মধ্যবিত্তরা চিন্তিত ৷ আদানি গোষ্ঠীতে (Adani Group) এলআইসি এবং এসবিআই-এর মতো সরকারি প্রতিষ্ঠানের অত্যন্ত ঝুঁকিপূর্ণ লেনদেন ও বিনিয়োগ ভারতের বিনিয়োগকারীদের উপর বিরূপ প্রভাব ফেলেছে ৷ এতে ক্ষতিগ্রস্ত হতে পারেন এলআইসির 39 কোটি পলিসি হোল্ডার এবং এসবিআই-এর 45 কোটি অ্যাকাউন্ট হোল্ডার ।