কলকাতা, 15 ফেব্রুয়ারি: তিতুমীরের বাঁশের কেল্লা থিমের মাধ্যমে শুরু হল সারা ভারত খেত মজুর ইউনিয়নের সর্বভারতীয় সম্মেলন (All India Agricultural Workers Union)। বুধবার হাওড়ার শরৎ সদনে সংগঠনের সর্বভারতীয় সভাপতি এ বিজয় রাঘবন পতাকা উত্তোলন করেন । শহিদ বেদীতে মাল্যদান কর্মসূচির আগে 5টি জায়গা থেকে মশাল আসে । শোক প্রস্তাব পাঠ করেন অমিয় পাত্র । সিপিআই(এম)’র কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য উদ্বোধনী ভাষণ দেন । 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে সম্মেলন । ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশ নেবেন সম্মেলনে । 17 ফেব্রুয়ারি সম্মেলনের প্রকাশ্য সমাবেশ হাওড়ায় । সেখানে বক্তব্য রাখবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিআই(এম) রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম ।
সংগঠনের নেতাদের অভিযোগ, "তিন দশকের বেশি সময় ধরে দেশে কৃষির ওপর আক্রমণ মারাত্মক বেড়েছে । প্রান্তিকতম অংশের খেতমজুররা সবচেয়ে বেশি আক্রান্ত । একশো দিনের কাজে বরাদ্দ কমায় বিপদ আরও বেড়েছে । বাংলায় এক বছর ধরে রেগায় কাজ নেই, মজুরি নেই । আবাস যোজনায় গ্রামের গরিব মানুষের নাম বাদ পড়েছে । রেগায় কেন্দ্রীয় বাজেট বরাদ্দ কমানো হয়েছে।"
সারা ভারত খেতমজুর ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক অমিয় পাত্র বলেন, "সারা দেশে কৃষিকাজ কমে গিয়েছে । কেন্দ্রের বিজেপি সরকার
নানা ভাবে কৃষকের ওপর চাপ সৃষ্টি করছে । কৃষক তার চাষ করা ফসলের প্রকৃত দাম পাচ্ছে না । ফলে কৃষি কাজে আগ্রহও কমছে সাধারণ মানুষের । একই ভাবে রাসায়নিক সারের দাম বাড়ছে । কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করে কৃষক খেতমজুরদের শোষণ চালাচ্ছে ।"