কলকাতা, 22 নভেম্বর: ডিসেম্বরে তৃণমূল বিধায়কদের যোগদান ইস্যুতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বক্তব্য ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে(Agnimitras Comments on December MLA Joining Issue)৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন," ডিসেম্বরে খেলা হবে ৷ 30 জনেরও বেশি তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন ৷ কারণ তাঁরা জানেন এই সরকার ডিসেম্বরের পর আর থাকবে না ৷ তাঁদের অস্তিত্ব এখন সংকটে ৷"
প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরেই এই ডিসেম্বর যোগদান ইস্যুতে মন্তব্য করে চলেছে শাসকদল ও বিজেপি ৷ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে গেরুয়া শিবিরে সুকান্ত মজুমজার থেকে শুরু করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে এ নিয়ে তরজা, পালটা তরজা চলছে । এবার অগ্নিমিত্রা পলও এ নিয়ে মুখ খুললেন ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে দু'পক্ষই যে লড়াইয়ের মাঠে নেমে পড়েছে তা বলাই বাহুল্য ৷