পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agnimitra on December Issue: 'ডিসেম্বরে খেলা হবে, 30 জনেরও বেশি তৃণমূল বিধায়ক যোগাযোগ রাখছেন', দাবি অগ্নিমিত্রার - ডিসেম্বরে তৃণমূলের 30জন বিধায়ক বিজেপিতে যোগ দেবে

ফের উঠে এল ডিসেম্বরের প্রসঙ্গ ৷ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের ডিসেম্বর ইস্যুতে মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা(Agnimitra on December Issue)৷ কী এমন বললেন বিজেপি বিধায়ক ?

Etv Bharat
অগ্নিমিত্রা পল

By

Published : Nov 22, 2022, 11:33 AM IST

কলকাতা, 22 নভেম্বর: ডিসেম্বরে তৃণমূল বিধায়কদের যোগদান ইস্যুতে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের বক্তব্য ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে(Agnimitras Comments on December MLA Joining Issue)৷ সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন," ডিসেম্বরে খেলা হবে ৷ 30 জনেরও বেশি তৃণমূল বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করছেন ৷ কারণ তাঁরা জানেন এই সরকার ডিসেম্বরের পর আর থাকবে না ৷ তাঁদের অস্তিত্ব এখন সংকটে ৷"

প্রসঙ্গত, বেশ কয়েকমাস ধরেই এই ডিসেম্বর যোগদান ইস্যুতে মন্তব্য করে চলেছে শাসকদল ও বিজেপি ৷ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে গেরুয়া শিবিরে সুকান্ত মজুমজার থেকে শুরু করে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে এ নিয়ে তরজা, পালটা তরজা চলছে । এবার অগ্নিমিত্রা পলও এ নিয়ে মুখ খুললেন ৷ পঞ্চায়েত নির্বাচনের আগে দু'পক্ষই যে লড়াইয়ের মাঠে নেমে পড়েছে তা বলাই বাহুল্য ৷

একাধিকবার বিজেপির বলা ডিসেম্বর ইস্যু নিয়ে নভেম্বরের শুরুতেই নবান্নে মন্ত্রিসভার বৈঠকে প্রথম উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন ডিসেম্বরে আইনশৃঙ্খলার বড়সড় অবনতি হতে পারে ৷ চক্রান্ত করে কোনও বড় ঘটনা ঘটাতে পারে বিরোধী শিবির ৷ বিশেষ করে সেই সময় তিনি পুলিশ ও রাজ্যের মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দেন ৷ এরপর নদিয়ায় অনুষ্ঠিত সভাতেও মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছিল ডিসেম্বর প্রসঙ্গ ৷ এমনকি 15 নভেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডেডলাইন ডিসেম্বর নিয়ে পালটা দেন বিজেপিকে ৷ এরপর ফের আজ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের ডিসেম্বরের পর সরকার পড়ে যাওয়ার মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷

আরও পড়ুন :'ডেডলাইন ডিসেম্বর', শুভেন্দু-সুকান্তদের চাপে রাখতে সুর চড়ালেন অভিষেক

ABOUT THE AUTHOR

...view details