কলকাতা, 1 জুন : লোকসভা ভোটে সাফল্য এসেছিল । কিন্তু, কোথায় যেন হিসেব পালটে গিয়েছিল তিনটি বিধানসভা উপ-নির্বাচনে । আর তাই সব দিক বিবেচনা করে, একুশের বিধানসভা ভোটকে "পাখির চোখ" করে রাজ্য কমিটির বিন্যাস করল গেরুয়া শিবির । একদিকে যেমন শোভন চট্টোপাধ্যায়ের মতো নাম কমিটিতে নেই, তেমনই মুকুল রায় পন্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো । নিঃসন্দেহে গুরুত্ব বাড়ল লকেট চট্টোপাধ্যায়ের । মহিলা মোর্চা থেকে সরাসরি দলের সাধারণ সম্পাদক । এতদিন, যেখানে একমাত্র মহিলা মুখ হিসেবে ছিলেন দেবশ্রী চৌধুরি । কেন্দ্রীয়মন্ত্রী হয়ে যাওয়ায় সেই জায়গায় এলেন লকেট । আর একটি অন্যতম বড় চমক, সহ সভাপতি পদ থেকে চন্দ্র বোসের নাম বাদ যাওয়া ।
আজ দলের নতুন রাজ্য কমিটি ঘোষণা করেন সভাপতি দিলীপ ঘোষ । রদবদল করা হয়েছে সাংগাঠনিক স্তরেও । লকেট চট্টোপাধ্যায়কে মহিলা মোর্চার সভানেত্রীর পদ থেকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে । আর লকেটের ছেড়ে আসা পদের দায়িত্ব দেওয়া হয়েছে ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পলকে ।
অন্যদিকে, সাধারণ সম্পাদকের পদে বহাল রাখা হয়েছে সায়ন্তন বসু, সঞ্জয় সিং ও রবীন্দ্রনাথ বসুকে । সাধারণ সম্পাদকের পদে নতুন সংযোজন হয়েছেন পুরুলিয়ার BJP সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত । সাধারণ সম্পাদকের পুরানো তালিকা থেকে বাদ পড়েছে রাজু বন্দ্যোপাধ্যায় ও প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের নাম । তবে, তাঁদের দু'জনকেই দেওয়া হয়েছে সহ-সভাপতির পদ । সহ-সভাপতির পদে বহাল থাকছেন সুভাষ সরকার, বিশ্বপ্রিয় রায়চৌধুরি, রাজকমল পাঠক, জয়প্রকাশ মজুমদার, মাফুজা খাতুন, ভারতী ঘোষ-রা । সহ-সভাপতির পদ থেকে সরানো হয়েছে চন্দ্র বসুকে ।