কলকাতা, 20 সেপ্টেম্বর : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করলেন BJP নেত্রী অগ্নিমিত্রা পাল । গতকাল তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি ৷
গতকাল দুপুরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ABVP-র নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বাবুল সুপ্রিয় ৷ ছিলেন অগ্নিমিত্রা পালও ৷ তখন SFI ও অন্য সংগঠনগুলির বিক্ষোভের মুখে পড়েন তিনি ৷ গো ব্যাক স্লোগান তুলে লাল-কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে পড়ুয়ারা ৷ কে পি বসু মেমোরিয়াল হলের সামনে তাঁকে লক্ষ্য করে বোতল ও ইট ছোড়া হয় ৷ সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তাঁর গাড়ির সামনেও বিক্ষোভ দেখানো হয় ৷ পরে রাজ্যপালের গাড়িতেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসেন বাবুল ৷
এই সংক্রান্ত আরও খবর :যাদবপুরে "ক্ষুব্ধ" রাজ্যপাল, বিক্ষোভের মাঝেই বের করে আনলেন বাবুলকে
আজ বেলা 12টা 10 মিনিটে যাদবপুর থানায় আসেন অগ্নিমিত্রা ৷ সঙ্গে ছিলেন জয়প্রকাশ মজুমদার ও তাঁদের আইনজীবীরা ৷ যাদবপুরের পড়ুয়াদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা৷ থানা থেকে বেরোনোর সময় অগ্নিমিত্রা বলেন, "আমাকে হেনস্থা করা হয়েছে । আমার শ্লীলতাহানি করা হয়েছে । আমাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করা হয়েছে ৷ শারীরিকভাবে হেনস্থা করে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল । আমার জামাকাপড় ছিঁড়ে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছিল । রাজ্যপাল যদি না হস্তক্ষেপ করতেন, আমাদের হয়তো কাল মেরেই ফেলা হত ৷ এগুলিই অভিযোগপত্রে লিখেছি। " যদিও নির্দিষ্ট কারও নামে অভিযোগ দায়ের করেননি বলে জানান তিনি ৷ তাঁর কথায়, "সব ছবি, ভিডিয়ো আছে ৷ সবাইও ছিলেন ৷ আলাদা করে আমি কারও নাম জানি না ৷ হাজার হাজার ছেলে কাল কীভাবে আক্রমণ করেছে দেখেছেন । তাদের কারও নাম জানা তো সম্ভব নয় । কিন্তু, আমাকে দেখালে হয়তো তাদের চিনতে পারব ।"
অভিযোগ দায়েরের পর অগ্নিমিত্রা পালের বক্তব্য এই সংক্রান্ত আরও খবর :যারা বাবুলকে হেনস্থা করেছে, তাদের হাত ভাঙব; হুঁশিয়ারি দিলীপের
এদিকে, ABVP-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে যাদবপুরের কলা বিভাগের ছাত্র ইউনিয়ন ৷ তাদের অভিযোগ, ইউনিয়ন রুমে ভাঙচুর চালিয়েছে ABVP ৷ চার নম্বর গেটের তালা ভেঙে হামলা চালানো হয়েছে ৷ ভেঙে দেওয়া হয়েছে ল্যাপটপ, প্রিন্টার ৷ সেজন্য আর্থিক ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছে তারা ৷ পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভপ্রকাশ করা হয়েছে ৷ পডু়য়াদের বক্তব্য, দ্রুত পদক্ষেপের আশ্বাস দিয়েছে পুলিশ ৷
এই সংক্রান্ত আরও খবর :"বাবুল সুপ্রিয়র হেনস্থাকারীদের গ্রেপ্তারি চাই", মিছিল রাজ্য BJP-র